Aditi Arya: ধনকুবের উদয় কোটাকের পুত্রবধূ হলেন অদিতি আর্য! কে এই অদিতি, চিনে নিন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Who is Aditi Arya-Jay Kotak's wife: গত মে মাসে, জয় তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অদিতির সঙ্গে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন। সেদিন নিজের বাগদত্তার প্রশংসা করে কোটাক জুনিয়র জয় শুভেচ্ছা জানান অদিতিকে। কারণ অদিতি ইয়েল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পূর্ণ করেছিলেন।
advertisement
1/13

বিলিওনিয়ার ব্যাঙ্কার উদয় কোটাকের ছেলে জয় কোটাক বিবাহ সূত্রে আবদ্ধ হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া অদিতি আর্যের সঙ্গে। মঙ্গলবার মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল বিবাহবাসর।
advertisement
2/13
গত মে মাসে, জয় তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অদিতির সঙ্গে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন। সেদিন নিজের বাগদত্তার প্রশংসা করে কোটাক জুনিয়র জয় শুভেচ্ছা জানান অদিতিকে। কারণ অদিতি ইয়েল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পূর্ণ করেছিলেন।
advertisement
3/13
জয় লিখেছিলেন, ‘অদিতি, আমার জীবনসঙ্গী, আজ ইয়েল ইউনিভার্সিটি থেকে নিজের এমবিএ সম্পন্ন করেছে। অদিতির জন্য আজ আমি অত্যন্ত গর্বিত।’ Photo: Instagram
advertisement
4/13
জয় কোটাক কে? • জয় কোটাক, ব্যাঙ্কিং টাইকুন উদয় কোটাকের ছেলে, বর্তমানে তিনি কোটাক ৮১১-এর সহ-প্রধান। এটি কোটাকের মধ্যেই ইনকিউবেট করা একটি ফিনটেক কোম্পানি ৷ Photo: Instagram
advertisement
5/13
• এর আগে ২০১৯ সালে জয় McKinsey এবং Goldman Sachs-এর সঙ্গে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে কনজিউমার ব্যাঙ্কিং ব্যবসায় যোগ দিয়েছিলেন। Photo: Instagram
advertisement
6/13
• পরে, ২০২১ সালে তিনি কোটাক ৮১১ টিমের নেতৃত্বে এই ফিনটেক কোম্পানিতে কাজ শুরু করেন। এখানে তিনি স্ট্র্যাটেজি এবং প্রডাক্ট ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে রয়েছেন। Photo: Instagram
advertisement
7/13
• হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ স্নাতক জয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। Photo: Instagram
advertisement
8/13
• জয়ের স্কুল জীবনের শিক্ষা সমাপ্ত হয় ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল থেকে।অদিতি আর্য কে? Photo: Instagram
advertisement
9/13
• অদিতি, গুরুগ্রামের বাসিন্দা, ২০১৫ সালে অদিতি ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জিতে নেন এবং চিনে মিস ওয়ার্ল্ডে ২০১৫ সালে ভারতের হয়ে প্রতিনিধিত্বও করেন। Photo: Instagram
advertisement
10/13
• মিস ইন্ডিয়া জেতার আগে অদিতি ইয়েল স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে তার এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখদেব কলেজ থেকে বিজনেস স্টাডিজে নিজের গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন।
advertisement
11/13
• সৌন্দর্য প্রতিযোগিতায় যাত্রার পাশাপাশি, অদিতি আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ে রিসার্চ অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছেন। Photo: Instagram
advertisement
12/13
• ২৯ বছর বয়সী এই সুন্দরী অভিনেত্রী পাবলিক প্ল্যাটফর্মে শিক্ষার গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম পোস্টেও এই বিশেষ তৎপরতা দেখা যায়। Photo: Instagram
advertisement
13/13
• অদিতি ২০২১ সালে রিলিজ হওয়া ছবি ‘৮৩’-তে ডেবিউ করেন। ওই ছবিটি ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের উপর ভিত্তি করে একটি জীবনীমূলক গল্প নিয়ে তৈরি।Photo: Instagram