TRENDING:

Kaliyug Actress: বিবাহবিচ্ছেদ, কেরিয়ার ধ্বংস, অকালে কোথায় হারিয়ে গেলেন ‘কলিযুগ’-এর নায়িকা? আলিয়ার কে হন জানেন কি!

Last Updated:
Kaliyug Actress: স্মাইলি আসলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের তুতো বোন। কিন্তু তারকা পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও তার কেরিয়ার খুব একটা উজ্জ্বল নয়। ২০১৪ সালের ২ জুলাই স্মাইলি কোরিওগ্রাফার এবং নৃত্য শিক্ষক বিনীত বাংরাকে বিয়ে করেছিলেন।
advertisement
1/10
ডিভোর্স, কেরিয়ার ধ্বংস, অকালে হারিয়ে গেলেন ‘কলিযুগ’-র নায়িকা! আলিয়ার কে হন জানুন
‘তুঝে দেখ দেখ সোনা... জিয়া ধড়ক ধড়ক’, ৯০ দশক এবং ২০০০-এর শুরুর দিকের বলিউড যাঁরা গুলে খেয়েছেন, তাঁদের জন্য তো এই গান খুবই পরিচিত। কোন সিনেমার গান ছিল মনে আছে? ‘কলিযুগ’। ছিলেন কুণাল খেমু এবং ইমরান হাশমি। কিন্তু নায়িকাকে মনে আছে?
advertisement
2/10
অভিনেত্রী স্মাইলি সুরি ২০০৫ সালে কলিযুগ ছবিতে প্রথমবার অভিনয় করেন। তাঁর অভিনয় এবং মিষ্টি হাসি সবার মনে জায়গা করে নিয়েছিল।
advertisement
3/10
তবে আপনি কি জানেন সেই হাসিতেই লুকিয়ে ছিল কত জীবনযন্ত্রণা? পেশাগত এবং ব্যক্তিগত জীবন ছিল ওঠাপড়ায় ভরা।
advertisement
4/10
খুব কম বয়সে বিয়ে, তারপর ভেঙে যায় সেই সম্পর্ক। কেরিয়ারে নেমে আসে কালো থাবা, হতাশায় ভুগতে শুরু করেন তিনি। তা সত্ত্বেও স্মাইলি কীভাবে নিজের মনের জোরে জীবনমুখী হয়েছে, তা জেনে নেওয়া যাক।
advertisement
5/10
স্মাইলি আসলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের তুতো বোন। কিন্তু তারকা পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও তার কেরিয়ার খুব একটা উজ্জ্বল নয়। ২০১৪ সালের ২ জুলাই স্মাইলি কোরিওগ্রাফার এবং নৃত্য শিক্ষক বিনীত বাংরাকে বিয়ে করেছিলেন।
advertisement
6/10
কিন্তু তাঁদের বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি এবং স্মাইলি এবং বিনীত আলাদা হয়ে যান। এর পর স্মাইলি বিষণ্নতার শিকার হন, কিন্তু তিনি সাহসে ভর করে এই বিষণ্নতা থেকে বেরিয়ে আসেন।
advertisement
7/10
বিষণ্ণতা থেকে বাঁচতে তিনি পোল ডান্সের সাহায্য নেন। স্মাইলি চমৎকার পোল ডান্স করেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও শেয়ার করেন।
advertisement
8/10
নতুন ছবিতে তাঁকে চেনা দায়। স্মাইলি সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় এবং ২৮ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। কালযুগ ছবির রেণুকা ওরফে স্মাইলি এখন শরীরচর্চা এবং পোল ডান্সিংয়ে মন দিয়েছেন।
advertisement
9/10
১৯৯৭ সালের ৩০ এপ্রিল মুম্বইয়ে জন্মগ্রহণ তাঁর। ২০০৫ সালের কলিযুগ-এ রেণুকা নামে একটি নিষ্পাপ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১১ সালে ‘ক্র্যাকার্স’, ‘ক্রুক’, ‘ইয়ে মেরা দিল’, ‘তিসরি আঁখ’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন।
advertisement
10/10
স্মাইলি ছোট পর্দাতেও কাজ করেছেন এবং ২০১৫ সালে ‘নাচ বলিয়ে ৭’ এবং ২০১৩ সালে ‘যোধা আকবর সিরিয়ালে দেখা গিয়েছিল আলিয়া ভাট, ইমরান হাশমি এবং মোহিত সুরির তুতো বোনকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kaliyug Actress: বিবাহবিচ্ছেদ, কেরিয়ার ধ্বংস, অকালে কোথায় হারিয়ে গেলেন ‘কলিযুগ’-এর নায়িকা? আলিয়ার কে হন জানেন কি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল