Where is Gracy Singh: আমির খানের 'লগান' নায়িকা গ্রেসি সিংকে মনে আছে? এখন তাঁকে কেমন দেখতে জানেন? সুন্দরীকে দেখে চিনতে কষ্ট হয়...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Where is Gracy Singh: ২০০১ সালে আমির খানের সঙ্গে 'লগান' ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন এই নায়িকা। সেই গ্রেসি সিংকে মনে পড়ছে? খুব বেশি ছবি না করলেও, গ্রেসি নিজের অভিনয় ও নাচের গুণে জনপ্রিয়তা পেয়েছিলেন।
advertisement
1/11

২০০১ সালে আমির খানের সঙ্গে 'লগান' ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন এই নায়িকা। সেই গ্রেসি সিংকে মনে পড়ছে? খুব বেশি ছবি না করলেও, গ্রেসি নিজের অভিনয় ও নাচের গুণে জনপ্রিয়তা পেয়েছিলেন।
advertisement
2/11
প্রায় ২৪ বছর পর এই জুটিকে আবারও দেখতে পেলেন ভক্তরা।
advertisement
3/11
কিছুদিন আগে বলিউড পরিচালক আশুতোষ গোয়ারেকরের ছেলের বিয়েতে দেখা গিয়েছে তাঁদের। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বি-টাউনের বহু সেলিব্রিটিও।
advertisement
4/11
নবদম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন বলিউড সুপারস্টার আমির খান। একই অনুষ্ঠানে গ্রেসি সিংকেও দেখা যায় একেবারে অন্য রূপে।
advertisement
5/11
এক মুহূর্তে ভক্তদের মনে পড়ে গিয়েছে ‘লগন’ সিনেমার বেশ কিছু মুহূর্ত।
advertisement
6/11
আশুতোষ গোয়ারেকরের ছেলে কোনার্ক গোয়ারেকর গত ২ মার্চ সাত পাকে বাঁধা পড়েছেন নিয়তি কণাকিয়ার সঙ্গে।
advertisement
7/11
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক তারকা। উপস্থিত থাকতে দেখা যায় ‘লগান’ অভিনেত্রী গ্রেসি সিংকেও।
advertisement
8/11
অনুষ্ঠানে একটি গোলাপি রঙের লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় ৪৪ বছর বয়সি এই অভিনেত্রীকে।
advertisement
9/11
সিনেমা থেকে দূরে থাকলেও এখনও অভিনেত্রীর ভক্ত সংখ্যা অগণিত।
advertisement
10/11
এত বছর পর মুন্নাভাই খ্যাত নায়িকাকে দেখে হতবাক সকলে। এখনও তিনি কী সুন্দর!
advertisement
11/11
গোলাপি রঙের লেহেঙ্গায় অভিনেত্রীকে দেখতে লাগছিল অপূর্ব। খোলা চুল, নামমাত্র গয়না ও সামান্য কিছু মেকআপে তিনি নিজেকে সাজিয়েছিলেন একেবারে অনবদ্যভাবে।