Sudesh Berry-Shahrukh Khan: তিনি ছবিটা না ছাড়লে কি শাহরুখের এত রমরমা হত? সবই নিয়তি, এটুকু বলেই বিতর্কে ইতি টানছেন বিখ্যাত এই অভিনেতা!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
When Sudesh Berry Rejected film 'Darr' Offer: সুদেশ বেরি বেশ জোর গলায় বলছেন যে তিনি এযাবৎ জীবনে যা সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত ছবি করার ব্যাপারে, সেখানে তাঁর মর্জিটাই আসল কথা।
advertisement
1/6

মানুষ ভাবে এক আর হয় আরেক- এ আমরা কম-বেশি সকলেই জানি। তবে সুদেশ বেরি বেশ জোর গলায় বলছেন যে তিনি এযাবৎ জীবনে যা সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত ছবি করার ব্যাপারে, সেখানে তাঁর মর্জিটাই আসল কথা।
advertisement
2/6
শাহরুখ খান সম্পর্কিত বিতর্কে আসার আগে সুদেশ বেরি কীভাবে অভিনয় জগতে এলেন, সে কথাটা না বললেই নয়। অভিনেতা নিজে জানিয়েছেন যে কলেজে পড়ার সময়ে তাঁর মন কেড়েছিল বক্সিং। এক চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষের হাতে রীতিমতো নাস্তানাবুদ হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। একথা বাবার কানে গেলে তিনি বক্সিং ছাড়ার নির্দেশ দেন। কাজটা কঠিন ছিল, তবে বিনা বাক্যব্যয়ে মেনে নেন সুদেশ।
advertisement
3/6
এর পর একদিন এক বন্ধুর সঙ্গে এক অভিনয়ের ওয়ার্কশপে আসেন। ব্যাপারটা ভাল লেগে যায়। অভিনয় শেখেন, এক সময়ে যোগ দেন আইপিটিএ-তে। ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে অভিনয়ের সুনাম। হাতে আসতে থাকে বংশ, যুদ্ধপথ, বর্ডার, এলওসি কার্গিলের মতো সুপারহিট সব ছবি।
advertisement
4/6
তবে, ছবি সুপারহিট হয়েছে মুক্তির পরে, অথচ সেখানে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, এমন উদাহরণও প্রচুর আছে সুদেশের জীবনে। জানা যায়, যশ চোপড়া ডর ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটিতে প্রথমে সুদেশকে নিতে চেয়েছিলেন। সুদেশ সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তা শাহরুখ খানের কাছে যায়। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখকে, যশ রাজ ফিল্মসের সঙ্গেও তাঁর আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে।
advertisement
5/6
এই নিয়ে কি আফসোস আছে সুদেশের মনে? তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন যে প্রায় দুশোর উপর ছবি তিনি এভাবেই ফিরিয়ে দিয়েছেন এবং তা নিয়ে তাঁর কোনও খেদ নেই। কিন্তু এমন করার কারণটা কী? বিশেষ করে অভিনয়ই যখন পেশা?
advertisement
6/6
"শাহরুখ জীবনে দ্রুত এগোতে চায়, উনি হলেন গল্পের খরগোশের মতো আর আমি হলাম কচ্ছপ। ফলে, আমার কোনও তাড়াহুড়ো নেই। আমি যা পেয়েছি, তা নিয়েই সুখে আছি। সবই আসলে নিয়তি, জীবনে কী ঘটবে, তা আগে থেকেই লেখা থাকে আর সেটা মেনে নিতে হয়", এটুকু বলেই সব বিতর্কে ইতি টানছেন সুদেশ।