Shah Rukh Khan Mannat Story: কত টাকা দিয়ে মন্নত কিনেছিলেন শাহরুখ? আজ এর দাম কত? শুনলে আকাশ থেকে পড়বেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Mannat Story: আজ এই বাড়ির দাম প্রায় দুশো কোটি।
advertisement
1/7

শাহরুখের হৃদয়ে মন্নতের জায়গা যে কী তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রাসাদোপম ‘মন্নত’ মুম্বইয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সেই বাড়ুি কিনতেই একসময় কালঘাম ছুটেছিল শাহরুখের।
advertisement
2/7
মুম্বইয়ে যে অট্টালিকায় তিনি থাকেন, সেই 'মন্নত' আসলে অন্যতম মূল্যবান বাড়ি। তথ্য সূত্রে, এই বাড়ির মূল্য প্রায় ২০০ কোটি টাকা।
advertisement
3/7
শাবিনা খান তাঁর আর্টিকেল 'দ্য় এসআরকে স্টোরি'-তে জানিয়েছেন প্রথমদিকে শাহরুখ ও গৌরী আজিজ মির্জার বাড়ির একটি ঘরে থাকতেন। পরে মাউন্ট ম্য়ারিতে একটি ঘর ভাড়া করেন। বাড়ির যাবতীয় কাজ গৌরীই করতেন
advertisement
4/7
শাহরুখ নিজেই সাবিনাকে জানিয়েছিলেন মন্নতের দাম ছিল ৩০ কোটি টাকা, আর সেই সময়ে শাহরুখের সেভিংস ছিল মাত্র ২ কোটি। বাকি পুরো টাকাই লোন নেন তিনি।
advertisement
5/7
বলিউডের ‘পাঠান’ বললেন, ‘‘আমরা প্রথম দিকে বুঝতেই পারিনি যে মুম্বইয়ের অ্যাপার্টমেন্টগুলোর দাম এত বেশি৷ আমরা আগে তাজের পাশে একটি বাড়িতে থাকতাম৷ সেটা আসলে আমার ডিরেক্টরের বাড়ি ছিল৷ তিনি বলেছিলেন যত দিন সিনেমা চলবে, তত দিন থাকতে পারব৷ এরপর যখনই একটু টাকা জমিয়েছি, মনে হয়েছি একটা বাড়ি কিনি৷” শাহরুখ আরও যোগ করেন, “এই বাড়িটা আমাদের সাধ্যের বাইরেই ছিল বলা যায়৷ তার চেয়েও বড় কথা এটা তখন বাড়ির অনেকখানি ভাঙা ছিল৷ সেইসব সারিয়ে তুলতেও অনেক খরচ হয়ে যায়৷ ফলে সাজিয়ে তোলার মত আর সামর্থ্য আমাদের ছিল না’’
advertisement
6/7
স্ত্রীকে বলেন, ‘‘তুমিই এ বাড়ি সাজিয়ে তোলো’’৷ মন্নতের সেজে ওঠার পালা শুরু হল তখন থেকেই৷ টাকা জমিয়ে ছোট ছোট জিনিস কিনে স্বামী-স্ত্রী মিলে সাজিয়ে তোলেন স্বপ্নের মন্নত৷
advertisement
7/7
একের পর এক সিনেমার সাফল্য়, পর পর হিট ছবি - ফলে শাহরুখ চার বছরেই লোন শোধ করেন। আজ এই বাড়ির দাম প্রায় দুশো কোটি।