TRENDING:

Shah Rukh Khan Mannat Story: কত টাকা দিয়ে মন্নত কিনেছিলেন শাহরুখ? আজ এর দাম কত? শুনলে আকাশ থেকে পড়বেন

Last Updated:
Shah Rukh Khan Mannat Story: আজ এই বাড়ির দাম প্রায় দুশো কোটি।
advertisement
1/7
কত টাকা দিয়ে মন্নত কিনেছিলেন শাহরুখ? আজ এর দাম কত? শুনলে আকাশ থেকে পড়বেন
শাহরুখের হৃদয়ে মন্নতের জায়গা যে কী তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রাসাদোপম ‘মন্নত’ মুম্বইয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সেই বাড়ুি কিনতেই একসময় কালঘাম ছুটেছিল শাহরুখের।
advertisement
2/7
মুম্বইয়ে যে অট্টালিকায় তিনি থাকেন, সেই 'মন্নত' আসলে অন্যতম মূল্যবান বাড়ি। তথ্য সূত্রে, এই বাড়ির মূল্য প্রায় ২০০ কোটি টাকা।
advertisement
3/7
শাবিনা খান তাঁর আর্টিকেল 'দ্য় এসআরকে স্টোরি'-তে জানিয়েছেন প্রথমদিকে শাহরুখ ও গৌরী আজিজ মির্জার বাড়ির একটি ঘরে থাকতেন। পরে মাউন্ট ম্য়ারিতে একটি ঘর ভাড়া করেন। বাড়ির যাবতীয় কাজ গৌরীই করতেন
advertisement
4/7
শাহরুখ নিজেই সাবিনাকে জানিয়েছিলেন মন্নতের দাম ছিল ৩০ কোটি টাকা, আর সেই সময়ে শাহরুখের সেভিংস ছিল মাত্র ২ কোটি। বাকি পুরো টাকাই লোন নেন তিনি।
advertisement
5/7
বলিউডের ‘পাঠান’ বললেন, ‘‘আমরা প্রথম দিকে বুঝতেই পারিনি যে মুম্বইয়ের অ্যাপার্টমেন্টগুলোর দাম এত বেশি৷ আমরা আগে তাজের পাশে একটি বাড়িতে থাকতাম৷ সেটা আসলে আমার ডিরেক্টরের বাড়ি ছিল৷ তিনি বলেছিলেন যত দিন সিনেমা চলবে, তত দিন থাকতে পারব৷ এরপর যখনই একটু টাকা জমিয়েছি, মনে হয়েছি একটা বাড়ি কিনি৷” শাহরুখ আরও যোগ করেন, “এই বাড়িটা আমাদের সাধ্যের বাইরেই ছিল বলা যায়৷ তার চেয়েও বড় কথা এটা তখন বাড়ির অনেকখানি ভাঙা ছিল৷ সেইসব সারিয়ে তুলতেও অনেক খরচ হয়ে যায়৷ ফলে সাজিয়ে তোলার মত আর সামর্থ্য আমাদের ছিল না’’
advertisement
6/7
স্ত্রীকে বলেন, ‘‘তুমিই এ বাড়ি সাজিয়ে তোলো’’৷ মন্নতের সেজে ওঠার পালা শুরু হল তখন থেকেই৷ টাকা জমিয়ে ছোট ছোট জিনিস কিনে স্বামী-স্ত্রী মিলে সাজিয়ে তোলেন স্বপ্নের মন্নত৷
advertisement
7/7
একের পর এক সিনেমার সাফল্য়, পর পর হিট ছবি - ফলে শাহরুখ চার বছরেই লোন শোধ করেন। আজ এই বাড়ির দাম প্রায় দুশো কোটি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shah Rukh Khan Mannat Story: কত টাকা দিয়ে মন্নত কিনেছিলেন শাহরুখ? আজ এর দাম কত? শুনলে আকাশ থেকে পড়বেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল