TRENDING:

Guess the Celebrity: ঠোঁটঠাসা চুম্বনে শিহরণ! 'এই' অভিনেতার কাছে গেলেই হাত-পা কাঁপত নায়িকাদের, বলুন তো কে?

Last Updated:
Guess the Celebrity: বলিউডের এই তারকার ফ্যান-ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া৷ অভিনেতার চুম্বনের দৃশ্য নিয়ে চর্চা আজও চলে৷ অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় সকলেরই মন কাড়ে৷ যা নিয়ে আজও চর্চা অব্যাহত৷
advertisement
1/8
ঠোঁটঠাসা চুম্বনে শিহরণ! 'এই' অভিনেতার কাছে গেলে হাত-পা কাঁপত নায়িকাদের, কে তিনি
বলিউডের এই তারকার ফ্যান-ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া৷ তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা৷ যিনি ২০০৩ সালে বিপাশা বসুর সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন৷ তবে প্রথম ছবিতেই নায়ক হওয়ার সুযোগ পান তিনি। তবে সেই সময় প্রযোজক তাকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার হুমকিও দেন।
advertisement
2/8
২০০৩ সালে 'ফুটপাথ' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন ইমরান হাশমি। বলি কেরিয়ারে অনেক হিট ছবিতে কাজ করেছেন তিনি। তবে প্রথম ছবিতে দারুণ ভয়ে ভয়ে কাজ করেছিলেন।
advertisement
3/8
বলিউডের সিরিয়াল কিসার বললেই একজনের নাম সবার প্রথমে মনে আসে৷ তিনি হলেন বলিউড সুপারহিট অভিনেতা ইমরান হাশমি৷ অভিনেতার চুম্বনের দৃশ্য নিয়ে চর্চা আজও চলে৷ অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় সকলেরই মন কাড়ে৷ যা নিয়ে আজও চর্চা অব্যাহত৷
advertisement
4/8
'মার্ডার' ছবির মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে যান ইমরান হাশমি। একাধিক ছবিতে তাঁর চুম্বন দৃশ্যের আলাদাই একটা ফ্যান বেস আছে। 'আকসার', 'গ্যাংস্টার', 'জহর', 'রাজ ৩', 'জন্নত', 'আশিক বানায়া আপনে'-র মতো সমস্ত হিট ছবি তার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করেছে।
advertisement
5/8
পরবর্তীকালে একটা সময় আসে যখন তিনি ধীরে ধীরে চলচ্চিত্রে আসা বন্ধ করে দেন। ছবির শুটিং চলাকালীনই ইমরানকে পরিচালক মহেশ ভাট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভালো কাজ না করলে তাঁকে ছবি থেকে বের করে দেবেন তিনি। এর জন্য প্রথম দৃশ্যে য সেরাটা দিতে হবে কারণ শুধুমাত্র সেখান থেকেই আপনাকে চূড়ান্ত করা হবে।
advertisement
6/8
ইমরান নিজেই এক সাক্ষাৎকারে বলেন, ওই সময় তাকে বলা হয়েছিল, দর্শকরা যদি আপনাকে পছন্দ না করে তাহলে আমরা আপনার জন্য অর্থ অপচয় করব না। ইমরান আর বলেছিলেন যে এই ভয় তার মনে ঢুকে গিয়েছিল,এবং এই ভয়ের কারণেই তিনি তাঁর প্রথম চলচ্চিত্রটি পেয়েছিলেন এবং যার ফলে জার্নিটা আর সহজ হয়ে যায়৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷
advertisement
7/8
একাধিক সুপারহিট ছবির পর একটা সময় এমন আসে ইমরানের যেখানে ব্যাক টু ব্যাক ছবি ফ্লপ হয় অভিনেতার৷ তারপর দীর্ঘ বিরতির পর সিরিয়াল কিসারের ইমেজ ঝেড়ে ফেলে কামব্যাক করেন অভিনেতা৷
advertisement
8/8
একাধিক সুপারহিট ছবির পর একটা সময় এমন আসে ইমরানের যেখানে ব্যাক টু ব্যাক ছবি ফ্লপ হয় অভিনেতার৷ তারপর দীর্ঘ বিরতির পর সিরিয়াল কিসারের ইমেজ ঝেড়ে ফেলে কামব্যাক করেন অভিনেতা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: ঠোঁটঠাসা চুম্বনে শিহরণ! 'এই' অভিনেতার কাছে গেলেই হাত-পা কাঁপত নায়িকাদের, বলুন তো কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল