Rekha: কেন আমি একজন মহিলাকে বিয়ে করতে পারি না? তাহলে কি...'Big Secret' ফাঁস রেখার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rekha: ১৯৯০ সালে দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করে রেখা৷ যদিও একবছরে সেই বিয়ে টেকেনি৷
advertisement
1/6

বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখাকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে৷ বরং তাকে নিয়ে আলোচনা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা ৷ সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়৷
advertisement
2/6
সেক্রেটারি ফরজানার সঙ্গে রেখার লিভ-ইন সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে সংবাদমাধ্যমে৷ ২০১৬ সালে প্রকাশিত ইয়াসের উসমানের লেখা রেখার আত্মজীবনী 'দ্য আনটোল্ড স্টোরি'- নিয়ে শিরোনামে উঠে এসেছেন আইকনিক অভিনেত্রী৷
advertisement
3/6
১৯৯০ সালে দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করে রেখা৷ যদিও একবছরে সেই বিয়ে টেকেনি৷ বিয়ের একবছরের মধ্যেই আত্মহত্যা করেন রেখার স্বামী৷ মুকেশের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি বলিউডের অন্দরে৷
advertisement
4/6
২০০৪ সালে সিমি গারেওয়ালের শো-তে উপস্থিত হয়েছিলেন রেখা৷ সেখানে অভিনেত্রীকে প্রশ্ন করেন তিনি 'আবার বিয়ে করবেন কিনা?' রেখা পাল্টা বলেন তুমি কি 'কোনও পুরুষের কথা বলছ?' সিমি পাল্টা বলেন,'নিশ্চয়ই! কোনও মহিলা কথা বলছি না৷' রেখা সিমিকে বলেন, 'কেন নয়?'
advertisement
5/6
এখানেই শেষ নয়, এরপর রেখা প্রকাশ্যেই আরও বলেন, 'আমার মনে, আমি নিজেকে, আমার পেশা এবং আমার প্রিয়জনকে বিয়ে করেছি। আমি বদমেজাজি মানুষ নই'।
advertisement
6/6
সিমি তারপর বলেন, 'যদি একজন মহিলা নিরাপদ থাকে তাহলে পুরুষই তাকে নিরাপত্তার অনুভূতি দিয়েছে'৷ রেখা তাকে বাধা দিয়ে উত্তরে বলেন, 'অতটাও প্রয়োজন নেই একজন পুরুষের সাথে কিছু করার'৷ রেখার এই মন্তব্য আবারও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷