TRENDING:

Arijit Singh: প্লেব্যাক থেকে বিরতি, এবার কি জিয়াগঞ্জের স্টুডিও থেকেই..., অরিজিতের পরের অধ্যায়ে বিরাট চমক!

Last Updated:
Arijit Singh: মুম্বইয়ের বিলাসী জীবন ছেড়ে বেশিরভাগ সময় তাই সে কাটাতো তাঁর প্রিয় শহরে। রাত হলেই সময় কাটান তার নিজের হাতে করে গোড়ে তোলা স্টুডিওতেই। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সে 'প্লেব্যাক সিঙ্গিং' -এর দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না জিয়াগঞ্জবাসী তথা তাঁর প্রিয় শ্রোতারা।   
advertisement
1/6
প্লেব্যাক থেকে বিরতি, এবার কি জিয়াগঞ্জের স্টুডিও থেকেই...,অরিজিতের পরের অধ্যায়ে বিরাট চমক
গলায় সরস্বতী, তবে তিনি আর সিনেমায় প্লে ব্যাক করবেন না। জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত অরিজিতের স্টুডিও উত্তরণ। আর গলির মধ্যে দুই তলা বিশিষ্ট এই ভবন থেকেই আগামী দিনে সুরে সুরের জাদু দেখতে পাবেন অরিজিৎ অনুগামীরা। এমনটাই অনুমান তাঁদের। সাদামাটা জীবন যাপন অরিজিৎ সিংয়ের । 
advertisement
2/6
এই স্টুডিও থেকেই গত দেড় বছর আগে তিনি গান করেছিলেন 'আর কবে, ফেসবুকে লাইভ করে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন।' তারপর কেটেছে দীর্ঘ সময়। এই স্টুডিওতেই এসেছিলেন এড শিরণ থেকে রুপম ইসলাম। আর এখান থেকেই অরিজিৎ কন্ঠে আগামী দিনে সুরের জাদু দেখা যাবে।
advertisement
3/6
 মুম্বইয়ের বিলাসী জীবন ছেড়ে বেশিরভাগ সময় তাই সে কাটাতো তাঁর প্রিয় শহরে। রাত হলেই সময় কাটান তার নিজের হাতে করে গোড়ে তোলা স্টুডিওতেই। এছাড়াও স্কুটার চড়ে বাজারে যাওয়া, পাড়ার ছেলেদের সঙ্গে দোল খেলা, ক্রিকেট মাঠে বল ছোড়া এই সারল্যই তাঁকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সে 'প্লেব্যাক সিঙ্গিং' -এর দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না জিয়াগঞ্জবাসী তথা তাঁর প্রিয় শ্রোতারা। 
advertisement
4/6
গায়ক অরিজিৎ সিং-এর সঙ্গে ছোটবেলায় খেলা করে বড় হয়ে ওঠা সোহম চন্দ্র নামে জিয়াগঞ্জের এক বাসিন্দা জানান, 'গায়ক অরিজিৎ সিং আমাদের কাছে 'সমুদা'। 'প্লেব্যাক সিঙ্গিং' থেকে তাঁর এই হঠাৎ অবসরের সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। কারণ ছোটবেলা থেকে তাঁকে আমরা চোখের সামনে দেখেছি। নিজেকে এই জায়গায় পৌঁছানোর জন্য তাঁর সংগ্রাম আমরা জানি। তাই তাঁর এই হঠাৎ সিদ্ধান্ত আমরা একেবারেই মেনে নিতে পারছি না। আমরা জিয়াগঞ্জবাসী আশা করছি সে তাঁর সিদ্ধান্ত আরেকবার বিবেচনা করে দেখবেন।' 
advertisement
5/6
জিয়াগঞ্জের প্রবীণ বাসিন্দা রিতেশ জৈন জানান, 'অরিজিৎ সিং- এর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। 'প্লেব্যাক সিঙ্গিং' ছেড়ে দেওয়ার তাঁর এই সিদ্ধান্তে আমরা খুবই মর্মাহত। জানিনা তাঁর এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই সে তাঁর এই সিদ্ধান্ত আরেকবার বিচার বিবেচনা করে দেখুক। তবে তাঁর পোস্ট দেখে মনে হয়েছে সে নিজের মতো করে নতুন কিছু করতে চায়। কিন্তু সিনেমার জগৎ একেবারে ছেড়ে দেওয়া তাঁর উচিত নয় বলে আমার ব্যক্তিগত মতামত।'
advertisement
6/6
 'প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে জিয়াগঞ্জের অরিজিৎ হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। হয়তো তাঁর প্রিয় শ্রোতাদের জন্য নতুন উপহারের ডালি সাজিয়ে আনতে চলেছেন তিনি। কিন্তু এতসব প্রশ্নের উত্তর পেতে এখনও সময়ের অপেক্ষা করতেই হবে। আপাতত অরিজিৎ-এর কথায় 'আচ্ছা চালতা হুঁ, দুয়াও মে ইয়াদ রাখনা।'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh: প্লেব্যাক থেকে বিরতি, এবার কি জিয়াগঞ্জের স্টুডিও থেকেই..., অরিজিতের পরের অধ্যায়ে বিরাট চমক!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল