TRENDING:

যীশু সেনগুপ্তর আসল নাম কী জানেন? ডাকনামেই তিনি টলিপাড়ায় জনপ্রিয়!

Last Updated:
Jishu Sengupta- দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে দেখা যাবে যিশুকে। সুজিত রিনো দত্তর ছবির প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চল। সেখানকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’।
advertisement
1/5
যীশু সেনগুপ্তর আসল নাম কী জানেন? ডাকনামেই তিনি টলিপাড়ায় জনপ্রিয়!
তিনি এখন ব্যস্ততম অভিনেতা। টালিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে হিন্দি এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনয় করছেন চুটিয়ে। বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তকে এখন কে না চেনে!
advertisement
2/5
টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু তাঁর। ১৯৯৯ সালে ‘প্রিয়জন’ সিনেমা দিয়েই বাংলা সিনেমার জগতে প্রবেশ। ইনডাস্ট্রি তাঁকে যীশু নামেই চেনে। আর এটা কিন্তু তাঁর ডাকনাম!
advertisement
3/5
যীশু তাঁর ডাকনাম। তবে এখন এই নামেই তাঁকে সবাই চেনে। আর তিনিও এখন গুরুত্বপূর্ণ সমস্ত নথি পাসপোর্ট, ব্যাঙ্কের নথি, আধার কার্ড, প্যান কার্ডেও এই নাম রেখেছেন।
advertisement
4/5
দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে দেখা যাবে যিশুকে। সুজিত রিনো দত্তর ছবির প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চল। সেখানকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে খাদান।
advertisement
5/5
যীশুর ভাল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। তবে সেই নাম তিনি নিজেও আর ব্যবহার করেন না বললেই চলে। এখন যীশু নামেই তিনি পরিচিত।
বাংলা খবর/ছবি/বিনোদন/
যীশু সেনগুপ্তর আসল নাম কী জানেন? ডাকনামেই তিনি টলিপাড়ায় জনপ্রিয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল