যীশু সেনগুপ্তর আসল নাম কী জানেন? ডাকনামেই তিনি টলিপাড়ায় জনপ্রিয়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jishu Sengupta- দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে দেখা যাবে যিশুকে। সুজিত রিনো দত্তর ছবির প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চল। সেখানকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’।
advertisement
1/5

তিনি এখন ব্যস্ততম অভিনেতা। টালিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে হিন্দি এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনয় করছেন চুটিয়ে। বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তকে এখন কে না চেনে!
advertisement
2/5
টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু তাঁর। ১৯৯৯ সালে ‘প্রিয়জন’ সিনেমা দিয়েই বাংলা সিনেমার জগতে প্রবেশ। ইনডাস্ট্রি তাঁকে যীশু নামেই চেনে। আর এটা কিন্তু তাঁর ডাকনাম!
advertisement
3/5
যীশু তাঁর ডাকনাম। তবে এখন এই নামেই তাঁকে সবাই চেনে। আর তিনিও এখন গুরুত্বপূর্ণ সমস্ত নথি পাসপোর্ট, ব্যাঙ্কের নথি, আধার কার্ড, প্যান কার্ডেও এই নাম রেখেছেন।
advertisement
4/5
দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে দেখা যাবে যিশুকে। সুজিত রিনো দত্তর ছবির প্রেক্ষাপট কয়লা খনি অঞ্চল। সেখানকার আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। শ্যাম মাহাতো এবং মোহন দাসের বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে খাদান।
advertisement
5/5
যীশুর ভাল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। তবে সেই নাম তিনি নিজেও আর ব্যবহার করেন না বললেই চলে। এখন যীশু নামেই তিনি পরিচিত।