Bollywood: 'আমি জুনিয়রদের সঙ্গে ছবি তুলি না', এ কী বলে ফেললেন ডিম্পল! ঘাবড়ে গেল নেটদুনিয়া
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
টুইঙ্কলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তো স্পষ্ট দেখা যাচ্ছেন প্রমাণ। একসঙ্গে ছবি তাঁরা এই দিন ঠিকই তুলিয়েছেন। সেই ফ্রেমে মা আর মেয়ে দুজনেই স্বমহিমায় উজ্জ্বল। নিন্দুকদের মুখে ছাই দিয়ে ডিম্পলকে মায়ের বদলে বড় বোন বলেই ভ্রম হচ্ছে সেই ছবিতে।
advertisement
1/8

বহু বছরের বিরতির পরে আবার ফিরেছেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে। ব্রহ্মাস্ত্র, তু ঝুটি ম্যায় মক্কার, তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া একের পর এক ছবিতে মুগ্ধ করেছে ডিম্পল কাপাডিয়ার উপস্থিতি। তবে, সেই সব ছবিতে তাঁর স্ক্রিন প্রেজেন্স যে অনেকটা ছিল, এমন বলা যাবে না।
advertisement
2/8
এবার যদিও সেই ধারায় বদল ঘটেছে। গো ননি গো ছবিতে মূল চরিত্রে আত্মপ্রকাশ করেছেন ডিম্পল। সেই ছবিই সম্প্রতি দেখানো হল মুম্বই অ্যাকাডেমি অফ দ্য মুভিং ইমেজ, সংক্ষেপে MAMI Mumbai Film Festival 2024-এ।
advertisement
3/8
সঙ্গত কারণেই উপস্থিত ছিলেন ডিম্পল, হাজিরা দিয়েছিলেন মেয়ে-জামাই টুইঙ্কল খান্না আর অক্ষয় কুমারও।
advertisement
4/8
ছবির শেষে যখন ফটোগ্রাফাররা মা-মেয়েকে একসঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তোলানোর অনুরোধ করেন, সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে খারিজ করে দেন ডিম্পল। 'আমি জুনিয়রদের সঙ্গে ছবি তুলি না', সপাটে বলে ওঠেন তিনি! এই ভিডিও যখন বিরল ভায়ানির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড হয়, চমকে যায় নেটদুনিয়া। নেটাগরিকরা বুঝে উঠতে পারেন না কেন ডিম্পল এমন কথা বললেন।
advertisement
5/8
কেউ কেউ ফলে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন- কায়দাটা ভাল, অল্পবয়সীদের পাশে না রাখলে বুড়োটে লাগবে না।
advertisement
6/8
বলে রাখা ভাল, গো ননি গো ছবিটার কনসেপ্ট টুইঙ্কলেরই। ১৮ বছর বয়সে তিনি এই চিত্রনাট্য লেখা শুরু করেন, যা শেষ হয় অবশেষে ৪০ বছরের কোঠায় পৌঁছে। এই চিত্রনাট্য থেকে মঞ্চসফল নাটকও হয়েছে। এবার তা রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করল পূর্ণদৈর্ঘের এক ছায়াছবি হিসেবে।
advertisement
7/8
মজার ব্যাপার, শুধু চিত্রনাট্য লেখাই নয়, ছবিটা তৈরি হওয়ায় টুইঙ্কলের আরও ভূমিকা রয়েছে। অ্যাপলজ এন্টারটেনমেন্টের সঙ্গে ছবিটা সহ-প্রযোজনাও করেছেন তিনি। ছবির স্ক্রিনিংয়ে এই দিন বিশেষ করে নজর কাড়ে টুইঙ্কলের হলুদ শাড়ি আর হাতে-চুলে ধ্রুপদী রুপোর গয়নার সাজ। ফলে, মা-মেয়ের একসঙ্গে ছবি তোলানোর অনুরোধ যে আসবেই, তা হিসেবের মধ্যেই পড়ে।
advertisement
8/8
আসলে যতই মিসেস ফানিবোনস নামে পরিচয় মেয়ের হোক, তা শুধু টুইঙ্কলের শরীরে নয়, ডিম্পলের শরীরেও রয়েছে। সেই কারণেই এ হেন রসিকতা!টুইঙ্কলের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তো স্পষ্ট দেখা যাচ্ছেন প্রমাণ। একসঙ্গে ছবি তাঁরা এই দিন ঠিকই তুলিয়েছেন। সেই ফ্রেমে মা আর মেয়ে দুজনেই স্বমহিমায় উজ্জ্বল। নিন্দুকদের মুখে ছাই দিয়ে ডিম্পলকে মায়ের বদলে বড় বোন বলেই ভ্রম হচ্ছে সেই ছবিতে।