West Bengal Tele Academy Awards 2022: সৌরভ থেকে মিঠাই, গুনগুন থেকে কাদম্বিনি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নেতাজি ইন্ডোরে চাঁদের হাট
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
West Bengal Tele Academy Awards 2022: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জমজমাট বাংলা টেলিভিশনের মেগা ইভেন্ট
advertisement
1/10

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ (West Bengal Tele Academy Awards 2022) ৷ ধারাবাহিকের ভাললাগা চরিত্রগুলি কখন যেন ভালবাসার মানুষে পরিণত হয়েছে তা বুঝতে পারা যায়না ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/10
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) থেকে মিঠাই (Mithai), সোলাঙ্কি থেকে জুন আন্টি, অম্বরীশ থেকে টোটা রায়চৌধুরী, তৃণা সাহা থেকে দুলাল লাহিড়ি মায়াবী রাতে যেন নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/10
এক নজরে দেখে নেওয়া যাক কে কে কী কী সম্মান পেলেন ৷ সেরা সঞ্চালক নন ফিকশন: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সেরা মা: সুভদ্রা চক্রবর্তী, সেরা শিশু অভিনেতা: মেঘন চক্রবর্তী, সেরা অভিনেত্রী: সৌমিত্রা কুণ্ডু ও সোনামণি সাহা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/10
সেরা অভিনেতা: আদৃত রায় ও প্রতীক সেন, সেরা অভিনেতা (খল চরিত্র): দেবজ্যোতি রায়চৌধুরী, সেরা অভিনেত্রী (খল চরিত্র): ঊষসী চক্রবর্তী, সেরা সহ অভিনেতা: বিশ্বজিৎ চক্রবর্তী ও টোটা রায়চৌধুরী, সেরা সহ অভিনেত্রী: আর্যা বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার, সেরা জুটি: সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, তৃণা সাহা, কৌশিক রায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/10
সেরা পরিবার: ম্যাজিক মোমেন্টস, অ্যাক্রপলিস এন্টারটাইনমেন্ট, সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক: জি এন্টারটাইনমেন্ট (মিঠাই), সেরা কৌতুক অভিনেতা: অম্বরীশ ভট্টাচার্য ও অসীম রায় চৌধুরী ৷ সেরা কৌতুক অভিনেত্রী: অন্বেষা হাজরা, সেরা বয়স্ক জুটি: দুলাল লাহিড়ী ও রত্না ঘোষাল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/10
সেরা প্রযোজক: স্নেহাশিস চক্রবর্তী, সেরা পরিচালক সৌমেন হালদার, সেরা চিত্রগ্রাহক: মাধব নস্কর, সেরা কাহিনি: লীনা গঙ্গোপাধ্যায়, সেরা চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা: শাশ্বতী ঘোষ, সেরা সম্পাদক: নীলাঞ্জন মণ্ডল, সেরা শব্দগ্রাহক: শম্ভু দাস ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/10
সেরা প্রোডাকশন ডিজাইনার: কৃষ্ণেন্দু কাড়ার, সেরা শিল্প নির্দেশক: আনন্দ আঢ্য, সেরা পোশাক পরিকল্পনাকারী: সন্দীপ জয়সওয়াল, সেরা পরিচালক (নন-ফিকশন): অভিজিৎ সেন, সেরা সম্পাদক: বিকাশ শরাফ, সেরা গবেষক: শিবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ সেরা ভি এফ এক্স (গ্রাফিক্স) রজত দলুই (ফোর্থ ডায়মেনশন) ৷
advertisement
8/10
সেরা রূপশয্যা শিল্পী: পাপিয়া চন্দ (নন-ফিকশন) ও প্রবীর বন্দ্যোপাধ্যায় (ফিকশন), সেরা কেশবিন্যাস শিল্পী: শর্মিষ্ঠা মাঝি ও জয়শ্রী দাস, জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক চরিত্র: ইন্দ্রাণী হালদার (শ্রীময়ী ধারাবাহিকের জন্য) ও শ্বেতা ভট্টাচার্য ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
9/10
আজীবন অবদানের স্বীকৃতি (Lifetime Achievement): শকুন্তলা বড়ুয়া মরণোত্তর বিশেষ কৃতী সম্মান: সৌমিত্র চট্টোপাধ্যায়, অসাধারণ প্রত্যাবর্তনের জন্য বিশেষ ভাবে সম্মানিত হয়েছেন ঐন্দ্রিলা শর্মা, পাদ প্রদীপের আলোয় শান্তি গোপাল মুখোপাধ্যায়, বিশেষ পুরস্কার: সব্যসাচী চৌধুরী ও প্রীতি বিশ্বাস ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
10/10
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট ৷ টলি তারকাদের জন্য এমন অনন্য সম্মান ভাললাগার এক আলাদা মাত্রা স্পর্শ করে ৷ এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন-সহ প্রমুখরা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷