Mamata Banerjee in Didi No1: 'দিদি নম্বর ১'-এর মঞ্চে এবার মমতা! কবে আসছেন মুখ্যমন্ত্রী? থাকছে একের পর এক চমক
- Published by:Sayani Rana
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
'দিদি নম্বর ১'-এর মঞ্চে আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছিল, গত মাসেই নবান্নে মমতা বন্দোপাধ্যয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার খবর রচনার মঞ্চে আসছেন বাংলার দিদি।
advertisement
1/5

'দিদি নম্বর ১'-এর মঞ্চে আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছিল, গত মাসেই নবান্নে মমতা বন্দোপাধ্যয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার খবর রচনার মঞ্চে আসছেন বাংলার দিদি।
advertisement
2/5
'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। জানা গিয়েছে, তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন মমতা। অভিনেত্রীর ডাকে সাড়া দিয়ে তাই 'দিদি নম্বর ১'-এর মঞ্চে যাবেন মুখ্যমন্ত্রী।
advertisement
3/5
চলতি মাসের ২১ তারিখ, বধুবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে 'দিদি নম্বর ১'-এর শ্যুটিং হবে। সেখানে উপস্থিত থাকবেন মমতা।
advertisement
4/5
প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন রিয়্যালিটি শোয়ের মঞ্চে। 'দিদি নম্বর ১'-এ সাধারণত দেখা যায় বহু মহিলা তাঁর লড়াইয়ের গল্প তুলে ধরেন। এইদিন রিয়্যালিটি শোয়ের মঞ্চে মহিলারা তাঁদের জীবনযুদ্ধের নানা কাহিনি তুলে ধরবেন। থাকবে নানা খেলাও।
advertisement
5/5
'দিদি নম্বর ১'-এর মঞ্চে এবার মুখোমুখি দুই দিদি। আরও কী কী চমক থাকছে তা অবশ্য এখনও পুরো জানা যায়নি।