TRENDING:

Wedding || Bengali Actress: সাত পাকে বাঁধা পরেই সাত সমুদ্র পার? বিয়ে করলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়! বাঙালির ঘরের মেয়ে 'উষশী'র বর কেমন? করেন কী?

Last Updated:
Wedding || Bengali Actress: ১৯ জানুয়ারি ইকোপার্কের ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। বিশেষ দিনে কেমন সাজে সেজেছিলেন অভিনেত্রী? দেখুন কী ছিল মেনু!
advertisement
1/11
সাত পাকে বাঁধা পরেই সাত সমুদ্র পার? বিয়ে করলেন অভিনেত্রী রুশা! বর কেমন?
টলিপাড়ায় ফের বিয়ের সানাই। লাল কাঞ্জিভরম শাড়ি, গা ভর্তি সোনার গয়না, বড় নথে বিয়ের সাজে যেন আলোর ছটা!
advertisement
2/11
টলিপাড়ায় ফের বিয়ের সানাই। লাল কাঞ্জিভরম শাড়ি, গা ভর্তি সোনার গয়না, বড় নথে বিয়ের সাজে যেন আলোর ছটা! বিয়ে সারলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। রুশা চট্টোপাধ্যায়ের বিয়ের ছবি সৌজন্য : দ্য ওয়েডিং ক্যানভাস
advertisement
3/11
বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল আগেই। বিয়ের পর বিদেশ উড়ে গেলেও এই বিশেষ দিনে কিন্তু এক্কেবারে বাঙালি সাজেই সেজেছিলেন অভিনেত্রী। ১৯ জানুয়ারি ইকোপার্কের ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। রুশা চট্টোপাধ্যায়ের বিয়ের ছবি সৌজন্য : দ্য ওয়েডিং ক্যানভাস
advertisement
4/11
বিয়ের বিভিন্ন মুহূর্তে ফ্রেমবন্দি অভিনেত্রীকে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়র পেজে। মুখে একগাল হাসি। যে ছবিতে স্পষ্ট খুশির ছোঁয়া। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ় দিলেন নবদম্পতি। রুশা চট্টোপাধ্যায়ের বিয়ের ছবি সৌজন্য : দ্য ওয়েডিং ক্যানভাস
advertisement
5/11
সূত্রের খবর, পাত্র কলকাতারই। নাম অনুরণ রায়চৌধুরী। কাজের সূত্রে থাকেন বিদেশে। তাই বিয়ের পর বাংলার মেয়ে রুশাও উড়ে যাবেন আমেরিকা। আপাতত বিদায় নেবেন বিনোদন জগৎ থেকে।
advertisement
6/11
বিয়ের সাজে অপূর্ব দেখিয়েছে অভিনেত্রীকে। প্রেম নয় মা-বাবার পছন্দেই পাত্র বেছেছেন রুশা। বিরিয়ানি, কবিরাজিতে ছিল এলাহি খাওয়াদাওয়ার আয়োজনও। দেখাশোনার পর ভালোবাসাটা যে কখন হয়ে গেল তা রুশা নিজেও বোঝেননি।
advertisement
7/11
৮ মাসের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নেন রুশা। পেশায় ইঞ্জিনিয়ার পাত্র থাকেন আমেরিকায়। টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী রুশার পা রাখা মাত্র ১৩ বছর বয়সে। এবার বিয়ে করে সেই ইন্ডাস্ট্রি থেকেই বিদায় নিচ্ছেন অভিনেত্রী। 
advertisement
8/11
আগামী মাসেই উড়ে যাবেন সিয়াটেল। রুশার স্বামী সিয়াটেলেই অনেক দিন ধরে রয়েছেন কর্মসূত্রে। নতুন শহরে নিজের সংসার পাতার জন্য উদ্‌গ্রীব অভিনেত্রী। আপাতত অবশ্য বিয়ে করে যাবেন অশোকনগরের শ্বশুরবাড়িতে।
advertisement
9/11
বাঙালি অভিনেত্রী ও মডেল রুশা চট্টোপাধ্যায় মূলত বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত টিভি ধারাবাহিক 'তোমায় আমায় মিলে' খুব জনপ্রিয় হয় এবং তিনি ঊষসী নামে বাংলার ঘরে ঘরে ঢুকে পরে এই সুন্দর মুখ।
advertisement
10/11
রুশা অভিনয় জীবন শুরু করেন ২০০৯ সালে স্টার জলসার 'ওগো বধূ সুন্দরী'তে লাবণ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর ২০১৩ সালে স্টার জলসার তোমায় আমায় মিলেতে অভিনয় করেন।
advertisement
11/11
২০১৭ সালে বাংলা ধারাবাহিক কুসুম দোলাতে অভিনয় করেন রুশা চট্টোপাধ্যায়। ২০১৭ সালেই তিনি সোমরাজ মাইতির সঙ্গে জি বাংলা সিনেমার রোমান্টিক ছবি জয় মা দুর্গাতে অভিনয় করেন। তিনি সাত ভাই চম্পা টেলিভিশন ধারাবাহিকে পারুলের ভূমিকায় অভিনয় করেন। 
বাংলা খবর/ছবি/বিনোদন/
Wedding || Bengali Actress: সাত পাকে বাঁধা পরেই সাত সমুদ্র পার? বিয়ে করলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়! বাঙালির ঘরের মেয়ে 'উষশী'র বর কেমন? করেন কী?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল