Wedding Album: সাত পাক মিটতেই ঠোঁটে ঠোঁট...! রাজবাড়িতে 'রাজকীয়' বিয়ে! দুই অভিনেত্রীর সোনালি সাজে চোখ জুড়োলো নেটিজেনদের
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Wedding Album: হলুদ গাঁদার মালা আর হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। যে সজ্জায় চোখ টেনেছে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। আর তাতেই যেন লাল টুকটুকে কনেকে আরও লাল লাগছিল বিয়ের দিনে।
advertisement
1/13

বিয়ের মরশুমে এবার সাত পাকে বাঁধা পরলেন অভিনেত্রী তথা ফ্যাশান দুনিয়ায় 'ভিন্টেজ গার্ল' নামে পরিচিতি চিত্রাঙ্গদা শতরূপা। যাঁর আরেক পরিচয় অভিনেত্রী ঋতাভরীর দিদি তিনি। লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। নজর কাড়লেন বোন ঋতাভরীও!
advertisement
2/13
হলুদ গাঁদার মালা আর হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। যে সজ্জায় চোখ টেনেছে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। আর তাতেই যেন লাল টুকটুকে কনেকে আরও লাল লাগছিল বিয়ের দিনে।
advertisement
3/13
চিত্রাঙ্গদা আর সম্বিত চট্টোপাধ্যায়ের বিয়ের দিনের ছবি প্রকাশ করছেন খোদ চিত্রাঙ্গদা। যে অ্যালবামের ছত্রে ছত্রে সাবেকিয়ানার ছোঁয়া। বিয়ের দিনের যাবতীয়, সাজ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই ছিল বাঙালিয়ানা আর ঐতিহ্যের ছোঁয়া। রইল চিত্রাঙ্গদার বিয়ের অ্যালবাম।
advertisement
4/13
ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন। বিয়েতে মেহেন্দি, সংগীত ইত্যাদির স্রোতে গা না ভাসিয়ে, আলতায় হাত রাঙিয়েছিলেন চিত্রাঙ্গদা। এক অন্য আন্তরিকতা এঁকেছেন সাজে।
advertisement
5/13
মাথায় ছিল সোলার মুকুট। টায়রা নয়, ভারি টিকলি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কাজল কালো চোখ আর মুখে ছিল হালকা মেকআপ। আর অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছিল তাঁর সোনা ঝরানো হাসি।
advertisement
6/13
ট্রাডিশনাল বাঙালি বিয়ের নিয়মে কিন্তু ছিল কিছু আধুনিক মুক্ত চিন্তার প্রকাশ। পুরুষ নয়, এই বিয়ে হল মহিলা পুরোহিতের হাত ধরে। হল না কন্যাদান। বর বধূ সিঁদুর পরিয়ে দিলেন একে অপরকে।
advertisement
7/13
এই বিয়ের ছবি শেয়ার করেন বোন ঋতাভরী। এ যেন ঠিক ঋতাভরীর ছবিরই পুনরাবৃত্তি। এই বার্তাই তো ছিল ঋতাভরী অভিনীত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিটিতে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের প্রযোজিত এই ছবি বড়পর্দায় তুলে ধরেছিল মহিলা পুরোহিতের গল্প। নন্দিনী ভৌমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতাভরী।
advertisement
8/13
দিদির বিয়েতে সিঁদুরদানর ছবি শেয়ার করে নিতে গিয়ে ঋতাভরীর মনে পড়ল তাঁর চরিত্রকেই। দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে ঋতাভরী শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও। নিজের সোশ্যাল মিডিয়ায় দিদির সিঁদুরদানের ছবি শেয়ার করে ঋাতভরী লিখেছেন, 'অসাম্যটুকু মুছে শুধু সাম্যটুকু গড়তে চেয়েছি নিজেদের ছবি দিয়ে। নিজেদের জীবনে। আমার দিদির বিয়ে। ২০২২ সালের সবচেয়ে প্রিয় মুহূর্ত।' ছবিতে দেখা যাচ্ছে, সম্বিতকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন চিত্রাঙ্গদা আর দিদির কাঁধে হাত রেখে বসে রয়েছেন ঋতাভরী, তাঁর মুখে যেন তৃপ্তির হাসি।
advertisement
9/13
গত ২৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। অবশেষে বাইশের শেষে সাত পাকে বাঁধা পড়লেন সম্বিত চিত্রাঙ্গদা।
advertisement
10/13
বিয়ের আসরে চিত্রাঙ্গদার পাশে সমান নজর কাড়ছিলেন ঋতাভরী। এদিন লাল লেহঙ্গার সঙ্গেই শাড়ি পরেছিলেন ঋতাভরী। ভারি জরির কাজের লেহঙ্গা পরেছিলেন ঋতাভরী। তাঁর লাল সিল্কের শাড়িতেও ছিল জরির কাজ।
advertisement
11/13
ঋতাভরীর শাড়ির সঙ্গে ডান কাঁধে ছিল সরু সোনালি পাড়ের লাল ওড়নাও। লেহঙ্গার ভারি সোনালি কাজের পাশে ঢালা লাল শাড়ি যেন চোখের আরাম। আর ছিল গলা ভরা সোনার হার। কানে ছিল ভারি দুল আর হাতে মান্তাসা।
advertisement
12/13
কেবল চিত্রাঙ্গদা নয়, সাবেকিয়ানার ছোঁয়া ছিল গোটা পরিবারের সাজেই। মা শতরূপা সেজেছিলেন সাদা শাড়ি লাল পাড়ে, সঙ্গে সোনার গয়না। লেহঙ্গা ও শাড়ি নিয়ে অনন্য এক মেলবন্ধনে সেজে উঠেছিলেন ঋতাভরী।
advertisement
13/13
এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী।