টেলিভিশনের পর্দায় দেখুন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা টোয়েন্টি টোয়েন্টি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
হাজির ছিলেন গোটা ইন্ডাস্ট্রি। ব্ল্যাক লেডিকে বাড়ি নিয়ে গেলেন বিজয়ী তারকারা।
advertisement
1/6

এত দিন নির্বাচনে সরগরম ছিল বাংলা। সঙ্গে করোনা। সিনেমাহল বন্ধ, বন্ধ ছবি বানানো। নাজেহাল অবস্থায় ছবিওয়ালারা। ভরসা ওয়েব সিরিজ ও টেলিভিশন। এই সময় একটা ঝকঝকে অ্যাওয়ার্ড শো দেখতে পেলে ভালোই হয়, তাই না। বাংলায় হলে তো কোনও কথাই নেই। সেই জন্যই, জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা টোয়েন্টি টোয়েন্টি সম্প্রচারিত হতে চলেছে কালার্স বাংলাতে ৯ তারিখ, সন্ধে ৬টা নাগাদ।
advertisement
2/6
৩১ শে মার্চ কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ড শো। হাজির ছিলেন গোটা ইন্ডাস্ট্রি। ব্ল্যাক লেডিকে বাড়ি নিয়ে গেলেন বিজয়ী তারকারা।
advertisement
3/6
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মোনামী ঘোষ, টোটা রায় চোধুরী, জয়া আহসান প্রমুখ হাজির ছিলেন এই অনুষ্ঠানে।
advertisement
4/6
সেরা ছবির পুরস্কার পান সৃজিত মুখোপাধ্যায়। 'ভিঞ্চি দা'-র জন্য ব্ল্যাক লেডি নিয়ে যান পরিচালক। 'গুমনামি' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'পরিণীতা' ও 'শাজাহান রিজেন্সি'-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান শুভশ্রী ও স্বস্তিকা।
advertisement
5/6
লাইফটাইম অ্যাচিভমেন্ট ডেডিকেট করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তরুণ মজুমদারকে একটি বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। এই গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়।
advertisement
6/6
পুরস্কারের পাশাপাশি ছিল এক গুচ্ছ লাইভ পারফরম্যান্স। এই সব কিছু দেখতে হলে, মিস করবেন না ফিল্মফেয়ার এর গোটা অনুষ্ঠানটি।