TRENDING:

কলকাতার গরীব ছাত্র-ছাত্রীদের পাশে বিবেক ওবেরয় ! স্কলারশিপ ঘোষণা করতে শহরে নায়ক !

Last Updated:
অত্যন্ত দক্ষ অভিনেতা বিবেক। পথচলা শুরু করেছিলেন 'কোম্পানি' ছবি দিয়ে। 'রোড', 'সাঁথিয়া', 'যুবা'- একের পর এক ছবি সফল।
advertisement
1/5
কলকাতার গরীব ছাত্র-ছাত্রীদের পাশে বিবেক ওবেরয় ! স্কলারশিপ ঘোষণা করতে শহরে নায়ক !
তিলোত্তমায় বিবেক ওবেরয়। কলকাতা থেকে ঘুরে গেলেন 'সাঁথিয়া' স্টার। 'কোভিডিয়া' নামে একটি স্কলারশিপ-এর ঘোষণা করতে কলকাতায় এসেছিলেন বিবেক। আই স্কলার নলেজ সার্ভিসেস-এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই স্কলারশিপ।
advertisement
2/5
গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের ১৬ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এই বিষয়টির অন্যতম উদ্যোক্তা বিবেক। মেধা ও অর্থনৈতিক অবস্থা অনুযায়ী, ঠিক করা হবে স্কলারশিপ-এর মূল্য।
advertisement
3/5
বুধবার-এর এই ঘোষণার অনুষ্ঠানে খোশ মেজাজে পাওয়া গেল নায়ককে। ভাগ করে নিলেন নিজের ছোটবেলারল, ছাত্রজীবনের বিভিন্ন সব কথা। নস্ট্যালজিক হয়ে উঠলেন বিবেক।
advertisement
4/5
অত্যন্ত গুণী অভিনেতা বিবেক। পথচলা শুরু করেছিলেন 'কোম্পানি' ছবি দিয়ে। 'রোড', 'সাঁথিয়া', 'যুবা'- একের পর এক ছবি সফল। অভিনেতা হিসেবে প্রশংসাও পাচ্ছিলেন। কিন্তু তাঁর পরই ব্যক্তিগত কারণের জেরে বিপাকে পড়েন বিবেক। ঐশ্বর্য রাই-এর সঙ্গে প্রেম। বলিউডের সুলতান সলমনের সঙ্গে শত্রুতা। তাঁর কেরিয়ারে গ্রহণ লেগে যায়।
advertisement
5/5
ভাল পরিচালক। ভাল ছবি, বিবেকের ঝুলিতে কিছুই জোটে না। 'মস্তি' সিরিজ, 'ওমকারা' কিছুটা স্বস্তি দিয়েছিল। ২০১৩-র 'কৃষ থ্রি' কিছুটা জায়গা শক্ত করেছিল বিবেকের। তাঁর শেষ অভিনীত হিন্দি ছবি 'পি এম নরেন্দ্র মোদি'। আই স্কলার নলেজ সার্ভিসেস একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এর অন্যতম কর্ণধার বিবেক ওবেরয়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কলকাতার গরীব ছাত্র-ছাত্রীদের পাশে বিবেক ওবেরয় ! স্কলারশিপ ঘোষণা করতে শহরে নায়ক !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল