Actor Divorce Gossip: বিয়ের ৯ বছর পর আলাদা হচ্ছেন বিবেক-দিব্যাঙ্কা? ডিভোর্সের কথায় মুখ খুললেন অভিনেতা...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'ইয়ে হ্যায় মহব্বতে'-এর সেটে এই দিব্যাঙ্কার সঙ্গে দেখা হয়েছিল বিবেকের । দেখা হওয়ার পরপরই এই দম্পতি ডেটিং শুরু করেন। ৮ জুলাই ২০১৬ তারিখে তাদের বিয়ে হয়।
advertisement
1/6

দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দম্পতি। কিছুদিন আগে, তাঁদের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। এই খবরটি তাঁদের ভক্তদেরও অনেকটা হতাশ করেছে। শেষে বিবেক দাহিয়া, স্ত্রী দিব্যাঙ্কার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুজবের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেছেন....
advertisement
2/6
একটি সাক্ষাৎকারে বিবেক দাহিয়াকে তাঁর বিবাহবিচ্ছেদের বিষয়ে কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, 'আমি খুব মজা করছি।' দিব্যাঙ্কা আর আমি এখ খবরে হাসছিলাম। আইসক্রিম খাওয়ার সময় আমরা ভাবছিলাম, 'যদি আরও দীর্ঘ হয়, তাহলে আমরাও পপকর্ন অর্ডার করব!'
advertisement
3/6
অভিনেতা আরও বলেন, 'আমি ইউটিউব ভ্লগিংও করি এবং আমি জানি এই ক্লিকবেট কী।' আমি এই সব খুব ভালো করেই বুঝতে পারি। তুমি যদি চাঞ্চল্যকর কিছু পোস্ট করো, মানুষ এসে তা দেখবে। কিন্তু, এর মধ্যে কোন সত্যতা নেই। আমাদের এই ধরনের মিথ্যা কথা প্রচার করা উচিত নয়।
advertisement
4/6
ফলে এই দম্পতি যে একসঙ্গে খুবই সুখে আছে, সেটা স্পষ্ট এবং এদের ডিভোর্সের খবরটা একেবারে যে গুজব তা বুঝিয়ে দিয়েছেন তাঁরা৷
advertisement
5/6
জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'ইয়ে হ্যায় মহব্বতে'-এর সেটে এই দিব্যাঙ্কার সঙ্গে দেখা হয়েছিল বিবেকের । দেখা হওয়ার পরপরই এই দম্পতি ডেটিং শুরু করেন। ৮ জুলাই ২০১৬ তারিখে তাদের বিয়ে হয়। ২০০৬ সালে 'বানু ম্যায় তেরি দুলহান' দিয়ে দিব্যাঙ্কা টিভিতে অভিষেক করলেও, বিবেকের প্রথম টিভি চরিত্র ছিল ২০১৩ সালে 'ইয়ে হ্যায় আশিকি'। তাঁরা অনেক অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন, যেমন ২০১৭ সালে এই দম্পতি নৃত্য রিয়েলিটি শো 'নাচ বালিয়ে ৮' জিতেছিলেন।
advertisement
6/6
দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁরা দুজনেই প্রায়ই তাঁদের সুন্দর মুহূর্তগুলোর ঝলক শেয়ার করে। তাঁদের বিবাহবার্ষিকীতে, তাঁরা দুজনেই ইউরোপ ভ্রমণে গিয়েছিল যেখানে তারা ডাকাতির শিকার হয়েছিল।