Vishal Dadlani Quits Indian Idol: এবার বিশাল-শেখর সিজনের জন্য প্রস্তুত, ‘ইন্ডিয়ান আইডল’-এর পরের সিজন থেকে বিচারকের আসনে আর দেখা যাবে না বিশাল দাদলানিকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Vishal Dadlani Bids Goodbye To Indian Idol After 6 Seasons: ‘ইন্ডিয়ান আইডল ১৫’ ফিনালের শ্যুটিংয়ের মাঝে খুনসুটি আনন্দে মেতে উঠেছেন বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল এবং বাদশা। আর এটাই ধরা পড়েছে ওই ভিডিওটিতে। শো-কে বিদায় জানিয়ে বিশাল লিখেছেন যে, “বন্ধুরা, এটাই আমার শেষ। পরপর ৬টি সিজন, আজকের রাতটাই ইন্ডিয়ান আইডল-এর বিচারক হিসেবে আমার শেষ এপিসোড। আর আমি আশা করি যে, আমি এই শো-কে যতটা মিস করব, এই শো-ও আমায় ঠিক ততটাই মিস করবে।’’
advertisement
1/5

অবশেষে ‘ইন্ডিয়ান আইডল’-কে বিদায় জানালেন সঙ্গীতশিল্পী তথা গীতিকার বিশাল দাদলানি। তিনি নিজেই জানিয়েছেন যে, সঙ্গীতের এই রিয়েলিটি শো প্রতিযোগিতার পরবর্তী সিজন থেকে আর বিচারকের আসনে দেখা যাবে না তাঁকে। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর ফিনালে হয়ে গিয়েছে। সেটের বিহাইন্ড-দ্য-সিন বা বিটিএস ভিডিও শেয়ার করে নিয়েছেন বিশাল। সেখানে সহ-বিচারক শ্রেয়া ঘোষাল এবং বাদশাকেও দেখা গিয়েছে তাঁকে। আর তাতেই তিনি জানান যে, বিচারক হিসেবে এটাই তাঁর শেষ পর্ব। নিজের প্রস্থানের কারণ হিসেবে এই গীতিকার বলেন যে, তিনি সঙ্গীত রচনা এবং কনসার্টে গান গাওয়ার দিকেই মনোনিবেশ করতে চান। আর সেই কারণে তিনি প্রত্যেক বছর ৬ মাসের জন্য মুম্বইয়ে থেকে যেতে পারবেন না।
advertisement
2/5
‘ইন্ডিয়ান আইডল ১৫’ ফিনালের শ্যুটিংয়ের মাঝে খুনসুটি আনন্দে মেতে উঠেছেন বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল এবং বাদশা। আর এটাই ধরা পড়েছে ওই ভিডিওটিতে। শো-কে বিদায় জানিয়ে বিশাল লিখেছেন যে, “বন্ধুরা, এটাই আমার শেষ। পরপর ৬টি সিজন, আজকের রাতটাই ইন্ডিয়ান আইডল-এর বিচারক হিসেবে আমার শেষ এপিসোড। আর আমি আশা করি যে, আমি এই শো-কে যতটা মিস করব, এই শো-ও আমায় ঠিক ততটাই মিস করবে। ধন্যবাদ শ্রেয়া, বাদশা, আদি, আরাধনা, চিত্রা, আনন্দজি, সোনাল, প্রতিভা, সাহিল, সলোনি, মুসকান, অবিশা, প্রোডাকশনের সমস্ত কলাকুশলী, বিলাস পাকিয়া, কৌশিক (পিঙ্কি) এবং সমস্ত সহ-বিচারক, গায়ক-গায়িকা এবং সঙ্গীতশিল্পী। এটা সত্যিই যেন আমার ঘর হয়ে উঠেছিল। ওই মঞ্চটা সত্যিই খাঁটি ভালবাসা।”
advertisement
3/5
এখানেই শেষ নয়, আরও এক চমকপ্রদ আভাস দিয়েছেন বিশাল দাদলানি। ক্যাপশনের শেষে তিনি লিখেছেন যে, বিশাল এবং শেখর সিজনের জন্য তিনি একেবারে প্রস্তুত। সব শেষে অবশ্য তিনি লিখেছেন, “এবার সঙ্গীত রচনা, কনসার্টে গান গাওয়ার দিকেই ফিরে যাওয়ার সময় এসে গিয়েছে। জয় হো!”
advertisement
4/5
ওই পোস্টে মন্তব্য করেছেন ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক আদিত্য নারায়ণ। তিনি লিখেছেন যে, “একটা যুগের অবসান। আপনাকে ছাড়া ‘ইন্ডিয়ান আইডল’ আর এক রকম থাকবে না, বিগ ব্রাদার। একসঙ্গে দারুণ সময় কাটানোর জন্য কৃতজ্ঞ।” সহ-বিচারক বাদশা মন্তব্য করেন যে, “জানে নেহি, দেঙ্গে তুমহে।” অন্যদিকে আবার হেজেল কিচ লিখেছেন যে, “আপনি ‘অল ডগস গো টু হেভেন’-এর অডিও ক্লিপ ব্যবহার করেছেন। এই পোস্টটিকে সত্যিই আবেগঘন করে তুলেছে। আমার মা আপনাকে আর টিভিতে দেখতে পাবেন না বলে আবেগপ্রবণ হয়ে উঠেছেন।”
advertisement
5/5
প্রসঙ্গত ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ১০ থেকে সিজন ১৫-য় বিচারকের আসন অলঙ্কৃত করেছিলেন বিশাল দাদলানি। শুধু তা-ই নয়, ‘ইন্ডিয়ান আইডল’ জুনিয়র সিজন ১ এবং ২-এর বিচারকও ছিলেন তিনি। এদিকে রবিবার ‘ইন্ডিয়ান আইডল ১৫’-র খেতাব উঠেছে কলকাতার ২৪ বছর বয়সী কন্যে মানসী ঘোষের মাথায়। ট্রফির পাশাপাশি ২৫ লক্ষ টাকা নগদ এবং একটি গাড়ি জিতেছেন তিনি। শুভজিৎ চক্রবর্তী এবং স্নেহা শঙ্করকে হারিয়ে এই ট্রফি জিতেছেন তিনি।