Virat Kohli Love: পাগলের মতো ভালবাসতেন বিরাট কোহলিকে এই নায়িকা, তোলপাড় বলিউড
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Raima Chakraborty
Last Updated:
Virat Kohli Love: ক্রিকেট দুনিয়ার সুপারস্টারকে পাগলের মতো ভালবাসেন তিনি। ওই পোস্টে আবার কোহলির কাটআউটের পাশেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। কে জানেন?
advertisement
1/6

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির উপর ক্রাশ ছিল অভিনেত্রী মৃণাল ঠাকুরের। এমনটাই একবার জানিয়েছিলেন খোদ অভিনেত্রী। তবে অতীতের সেই বক্তব্য প্রসঙ্গে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি।
advertisement
2/6
আসলে ইনস্ট্যান্ট বলিউডের ইনস্টাগ্রাম পেজ থেকে মৃণালের পুরনো বিবৃতি আবারও ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি বলেছিলেন যে, ক্রিকেট দুনিয়ার সুপারস্টারকে পাগলের মতো ভালবাসেন তিনি। ওই পোস্টে আবার কোহলির কাটআউটের পাশেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। ওই পোস্টটিকে রেডিটে রিশেয়ার করা হয়েছে। যা ভক্তদের নজর কেড়েছে।
advertisement
3/6
চুপ থাকার পাত্রী নন মৃণালও। তিনি পোস্টের প্রতিক্রিয়ায় চটপট জবাব দিয়ে লিখেছেন, “বন্ধ করুন। ঠিক আছে।” ফলে বোঝাই যাচ্ছে যে, পুরনো এই মন্তব্য ফের ছড়িয়ে পড়ায় একেবারেই সন্তুষ্ট নন অভিনেত্রী। তবে তিনি মজা করে বললেন না কি ব্যঙ্গ করে বললেন, তা নিয়ে ধন্দে ভক্তরা।
advertisement
4/6
একজন লিখেছেন, “মৃণালের কমেন্ট থেকে যেন মনে হচ্ছে এই তথ্য একেবারেই ঠিক। কিন্তু উনি একটু অস্বস্তিতে।” আর একজন আবার লিখেছেন, “আমারই কি শুধু মনে হচ্ছে যে, এই মন্তব্যটা ব্যঙ্গাত্মক শোনাল! আসলে বন্ধুরা যখন ক্রাশ নিয়ে আমাদের পিছনে লাগে, তখন আমরা এভাবেই বলি এসব বন্ধ কর।”
advertisement
5/6
আসলে নিজের ‘জার্সি’ ছবির প্রচারে বিরাট কোহলির প্রসঙ্গে মন্তব্য করেছিলেন মৃণাল। তিনি বলেছিলেন যে, “একটা সময় ছিল, যখন আমি পাগলের মতো বিরাট কোহলিকে ভালবাসতাম। আসলে আমার ভাই ওঁর খুব বড় ভক্ত, সেখান থেকেই আমি ক্রিকেট পছন্দ করতে শুরু করি। প্রায় বছর পাঁচেক আগে এক স্টেডিয়ামে ওঁর সঙ্গে একটি ম্যাচ দেখার সুন্দর মুহূর্ত উপভোগ করার সুযোগ হয়েছিল। আমার মনে আছে, আমি পরেছিলাম একটি নীল রঙা জার্সি আর ভারতীয় দলের হয়ে গলা ফাটাচ্ছিলাম। আর আজ আমি ক্রিকেটের উপর ভিত্তি করে তৈরি ছবির অংশ হয়েছি। এটা দারুণ কাকতালীয়।”
advertisement
6/6
সম্প্রতি দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘ফ্যামিলি স্টার’-এ দেখা গিয়েছিল মৃণালকে। এর পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি’-ছবিতে ক্যামিও করেছিলেন তিনি। বর্তমানে ‘সর্দার ২’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন মৃণাল। এর পাশাপাশি আরও কাজ রয়েছে তাঁর হাতে।