সময়ের বড় অভাব, লকডাউনেই যেন প্রাণ খুলে একে অপরের কাছে টেনে নিচ্ছেন বিরাট-অনুষ্কা!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ব্যস্ততা ভুলে কীভাবে অলস সময় কাটাচ্ছেন বিরাট অনুষ্কা! দেখুন
advertisement
1/6

* ঘরবন্দি সময়ে স্বামীর চুল কেটেছেন অনুষ্কা৷ সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে৷ Photo Courtesy: Instagram
advertisement
2/6
* বাড়িতে অলস সময় কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা৷ তাদের সঙ্গী অনুষ্কার মা-বাবা৷ অর্থাৎ শ্বশুড় শাশুড়ির সঙ্গে এখন বিন্দাস সময় কাটাচ্ছে বিরাট৷ খেলছেন ছোটবেলার খেলা মোনোপলি৷ যাকে বাংলায় ব্যবসা-বাণিজ্য বলা হত৷ আর তা খেলতে খেলতেই হাসিমজা করছেন সকলে মিলে৷ Photo Courtesy: Instagram
advertisement
3/6
* একসঙ্গে সময় কাটানো তাদের জন্য বিলাসিতা৷ কারণ দু’জনে নিজনিজ ক্ষেত্রে খুবই ব্যস্ত৷ তাই এই সময় দুজনে কাছে থাকতে পেরে খুব খুশি বিরুষ্কা৷ Photo Courtesy: Instagram
advertisement
4/6
* তাই তো ঘরবন্দির এই সময় নিজেদের মতো করে উপভোগ করছেন তারা৷ দু’জনে প্রচারও করছেন যে এই সময়টা ঘরে থাকা কতটা জরুরি৷ Photo Courtesy: Instagram
advertisement
5/6
* শুধু বাবা-মায়ের সঙ্গে বসে কথা বলা নয়, বাড়ির পোষ্যের সঙ্গেও অনেকটা সময় কাটাচ্ছেন বিরাট ও অনুষ্কা৷ Photo Courtesy: Instagram
advertisement
6/6
* প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে ঘরে প্রদীপ জ্বালিয়ে দেশবাসীর মঙ্গলের জন্য কামনা করেন এই তারকা দম্পতি৷ Photo Courtesy: Instagram