বিরাট কোহলির মেয়ের নাম Vamika, প্রথমবার সামনে এল বিরাট-অনুষ্কার মেয়ের ছবি!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মেয়েকে কোলে নিয়ে ছবি দিলেন সদ্য মা হওয়া অনুষ্কা
advertisement
1/5

•বিরাট-অনুষ্কার মেয়ের নাম কী হবে, তাই নিয়ে নেটদুনিয়ার জল্পনা কম হয়নি। এবার মেয়ের নাম ঘোষণা করলেন অভিনেত্রী।
advertisement
2/5
•সামনে এল মেয়ের ছবিও। মেয়ে বমিকাকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন অনুষ্কা। সঙ্গে অবশ্যই ছিলেন বিরাট। মেয়ের দিকে আদুরে চোখে তাকিয়ে ছিলেন তিনি।
advertisement
3/5
•অনুষ্কা সকলকে ধন্যবাদ জানান। এবং একই সঙ্গে তিনি লেখেন যে, নানা রকমে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সদ্য মা হওয়ার অনুভূতি সকলের সঙ্গে ভাগ করেছেন অনুষ্কা।
advertisement
4/5
•১১ জানুয়ারি মেয়ে সন্তানের জন্ম দেন অনুষ্কা। বাবা বিরাট সে কথা জানিয়ে দেন ট্যুইটের মাধ্যমে। তারপর থেকে খুবই গোপনীয়তা বজায় রেখেছেন দম্পতি। এমনকী হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ির পথেও কোনও ছবি আসেনি প্রকাশ্যে। কেউ যেন লুকিয়ে মেয়ের ছবি না তোলে, সেই অনুরোধ করেন তারকা দম্পতি।
advertisement
5/5
•অনুষ্কা সকলকে ধন্যবাদ জানান। এবং একই সঙ্গে তিনি লেখেন যে, নানা রকমে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সদ্য মা হওয়ার অনুভূতি সকলের সঙ্গে ভাগ করেছেন অনুষ্কা।