‘হেরা ফেরি ৩’ নিয়ে বিতর্ক যেন থামছেই না, এদিকে পরেশ রাওয়ালের জন্মদিনে সরাসরি এ কী বলে বসলেন সুনীল শেঠি !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Paresh Rawal Birthday: সুনীল শেঠিও এক বিশেষ কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় পরেশ রাওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি ‘বাবু ভাই’-কে কমেডি বা হাস্যরস এবং বুদ্ধিমত্তার আধার বলেও আখ্যা দেন।
advertisement
1/5

সম্প্রতি ‘হেরা ফেরি ৩’ ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে সকলকে একপ্রকার চমকে দিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। এরপরেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের ঝামেলা হয়েছে। এদিকে ৩০ মে সত্তর বছরে পা দিয়েছেন পরেশ রাওয়াল। প্রায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিই শুভেচ্ছা জানিয়েছে তাঁকে। সুনীল শেঠিও এক বিশেষ কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় পরেশ রাওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি ‘বাবু ভাই’-কে কমেডি বা হাস্যরস এবং বুদ্ধিমত্তার আধার বলেও আখ্যা দেন।
advertisement
2/5
এক্স হ্যান্ডলে পরেশ রাওয়ালের জন্মদিনের দিন তাঁর সঙ্গে নিজের একটি ছবি ভাগ করে নিয়ে সুনীল শেঠি শুভেচ্ছাবার্তা জানান। ক্যাপশনে তিনি লিখেছেন, “এমন একজন মানুষকে শুভ জন্মদিন বলতে চাই, যিনি অসাধারণ বুদ্ধিমত্তা ও হাস্যরস উভয় দিক থেকেই দুর্দান্ত। এর তুলনায় বিশেষ বিষয় হল যে, আপনি একজন অসাধারণ মানুষ। পরেশজি আপনার জন্য রইল একরাশ ভালবাসা এবং শ্রদ্ধা।” সুনীল শেঠির পাশাপাশি অভিনেতা রীতেশ দেশমুখও পরেশ রাওয়ালকে শুভ জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডলে তিনি একটি পোস্ট ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখেছেন যে, “শুভ জন্মদিন পরেশ ভাই, নিজের প্রতিভার মাধ্যমে আমাদের মুগ্ধ করতে থাকুন। দিনটা দারুণ হোক আর বছরটা আরও ভাল কাটুক।”
advertisement
3/5
দুর্ধর্ষ খলনায়ক চরিত্রে অভিনয়: ১৯৮৪ সালে নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন পরেশ রাওয়াল। ‘হোলি’ ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন। শুধুমাত্র কমেডিতেই নয়, খলনায়কের চরিত্রও সমান দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন এই অভিনেতা। আর পরেশ রাওয়ালের কেরিয়ারে কমেডি ছবির বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই ‘হেরা ফেরি’ ছবির কথা মনে আসবে। একই সঙ্গে ৫০টিরও বেশি ছবিতে দুর্ধর্ষ খল চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল।
advertisement
4/5
‘হেরা ফেরি ৩’-এ কাজ করতে অস্বীকার: পরেশ রাওয়াল এবং সুনীল শেঠি একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তাঁদের স্মরণীয় ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘হেরা ফেরি’। যা মুক্তি পেয়েছিল ২০০০ সালে। ওই ছবিতে ‘বাবু ভাই’ (বাবুরাও গণপত রাও আপ্তে)-এর চরিত্র দুর্ধর্ষ ভাবে জীবন্ত করে তুলেছিলেন পরেশ রাওয়াল। এই বাবু ভাইয়ের বাড়িতেই ভাড়া থাকেন রাজু (অক্ষয় কুমার) এবং শ্যাম (সুনীল শেঠি)।
advertisement
5/5
এখানেই শেষ নয়, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফির হেরা ফেরি’ ছবিতেও রাখা হয়েছিল পরেশ রাওয়ালের চরিত্রটি। ব্যাপক সাফল্য অর্জন করেছিল এই ছবিটিও। সেরা কমেডিয়ান এবং লিড রোলে ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন পরেশ রাওয়াল। যদিও এই ছবির তৃতীয় ভাগে অভিনয় করতে অস্বীকার করেছেন অভিনেতা। এই ছবি ছাড়াও তাঁর অন্যতম জনপ্রিয় ছবিগুলি হল ‘ওহ মাই গড’ এবং ‘মানি’ (১৯৯৩)। এছাড়াও অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ছবিতে তাঁর বাবা সুনীল দত্তের ভূমিকায় দুর্ধর্ষ অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল।