Viral Nandinidi: দারুণ সুখবর দিলেন স্মার্ট নন্দিনীদি! পাইস হোটেলের দিদি পেরলেন এক মাইলস্টোন, শুরু নতুন জীবন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Viral Nandinidi: ডালহৌসির দোকান থেকেই তাঁর পথচলা শুরু। হাড়ভাঙা পরিশ্রম করেন তিনি। সঙ্গে তাঁর বৃদ্ধ বাবা ও মা থাকেন। সারাদিন দোকানের কাজ। তার মাঝেই ইউটিউবারদের সময় দেন নন্দিনী।
advertisement
1/5

ডালহৌসির রাস্তার ধারে ফুটপাতের উপর ছোট্ট একটি পাইস হোটেল। ভাত, ডাল, নিরামিষ তরকারি, ডিমের ঝোল, মাছের ঝোল দিয়ে পথচলতি মানুষকে পেট ভরিয়ে খাওয়ান ভাইরাল নন্দিনীদি।
advertisement
2/5
হোটেলের মালিক নন্দিনী এমনিতেই বহু বছর ধরে সাফল্যের শিখরে। এবার আরও এক মাইলস্টোন পেরলেন তিনি। আরও এক নতুন হোটেল খুললেন তিনি। নিউটাউনে ‘নন্দিনীদির হেঁসেল’ খুলেছেন নন্দিনী।
advertisement
3/5
রাজারহাটের আকাঙ্ক্ষা মোড়ে এই দোকান খোলা হয়েছে নন্দিনী। আগামী ১২ জানুয়ারি থেকে চালু হবে দোকান। সকাল ১১টা থেকে রাত ১১টা অবধি খোলা থাকবে।
advertisement
4/5
তাঁকে ঘিরে ইউটিউবারদের মাতামাতি থাকে সব সময়। তিনি কখনও রেগে যান, কখনও সবটাই সামলান হাসিমুখে। নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই!
advertisement
5/5
ডালহৌসির দোকান থেকেই তাঁর পথচলা শুরু। হাড়ভাঙা পরিশ্রম করেন তিনি। সঙ্গে তাঁর বৃদ্ধ বাবা ও মা থাকেন। সারাদিন দোকানের কাজ। তার মাঝেই ইউটিউবারদের সময় দেন নন্দিনী। অনেকে আবার তাঁকে ‘স্মার্ট নন্দিনীদি’ বলেও ডাকেন।