TRENDING:

গুজব নয়, এবার রাণু সত্যিই পেলেন নতুন বাড়ি ! সলমন খান নয়, দিয়েছে অন্য কেউ--

Last Updated:
এবার গুজব নয়
advertisement
1/5
গুজব নয়, এবার রাণু সত্যিই পেলেন নতুন বাড়ি ! সলমন খান নয়, দিয়েছে অন্য কেউ--
এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে এখন বলিউড। হিমেশ রেশমিয়ার সঙ্গে রেকর্ড করলেন ডুয়েট। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গলায় একাধিক গান।
advertisement
2/5
'ফুলো কা তারো কা', ' পানা কি তামান্না' বা 'জিন্দেগি অওর কুছ ভি নেহি'... দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের 'লতা'। বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি। রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে।
advertisement
3/5
কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের গাওয়া 'এক পেয়ার কা নাগমা' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে গেলেন রানাঘাটের স্টেশনের রাণু। এরপরই মেজো মেয়ে সাথী রায় ফিরে আসে তাঁর কাছে। আমূল বদলে যায় রাণুর জীবন। তাঁকে নিয়ে যাওয়া হল বিউটি পার্লারে। চুল স্ট্রেট করা হল, কালো রঙ করা হল, পরানো হল দামি শাড়ি। এখানেই শেষ নয়, 'সারেগামা' কোম্পানি তাঁদের ক্যারাভা উপহার দিল রাণুকে।
advertisement
4/5
রাণু লাইমলাইটে আসার পর থেকে যেমন তাঁকে নিয়ে খবর হচ্ছে, তেমনি ছড়াচ্ছে গুজবও! কিছুদিন আগেই বাজারে খবর শোনা যায়, সলমন খান নাকি ৫৫ লাখ টাকার বাড়ি উপহার দিয়েছেন রাণুকে। কিন্তু খোদ রাণুর মুখ থেকেই জানা যায়, খবরটি একেবারেই ভুয়ো! সলমনের দাবাং-৩ তে যে রাণু গান করবেন, এই খবরটিও ভুয়ো। ৷
advertisement
5/5
কিন্তু এবার আর গুজব নয়! রানু মণ্ডল সত্যিই পেলেন নতুন বাড়ি ! দিয়েছে রানাঘাটের স্থানীয় প্রশাসন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
গুজব নয়, এবার রাণু সত্যিই পেলেন নতুন বাড়ি ! সলমন খান নয়, দিয়েছে অন্য কেউ--
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল