মুম্বইয়ে রেকর্ডিং সেরে রানাঘাটে ফিরতেই সংবর্ধনা, চোখের জল ধরে রাখতে পারলেন না 'ভাইরাল' রাণু
Last Updated:
যাঁকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাঁকে সকলে ভবঘুরে ভাবত- সেই রাণু মণ্ডল মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে
advertisement
1/7

এ যেন গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে বলিউড। হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট রেকর্ড করে ফিরলেন কলকাতায়।
advertisement
2/7
'ফুলো কা তারো কা', ' পানা কি তামান্না' বা 'জিন্দেগি অওর কুছ ভি নেহি'... দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের 'লতা'। বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি।
advertisement
3/7
মুম্বইয়ে গানের রেকর্ডিং সেরে নিজের বাড়ি ফিরতেই সংবর্ধনার জোয়ার। রবিবার সকালে রানাঘাটের বাসিন্দারা ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁদের চিরপরিচিত রাণু মন্ডলকে। তারকা তকমা পেয়ে রাণু মন্ডল থেকে জনপ্রিয় রাণুদি হয়ে ওঠার পর এদিনই প্রথম তাঁকে কাছে পেয়েছে রানাঘাটের বাসিন্দারা, কাজেই আবেগ ছিল বাধভাঙা!
advertisement
4/7
যাঁকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাঁকে সকলে ভবঘুরে ভাবত- সেই রাণু মণ্ডল মুম্বইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে। এটা কেবল রাণু মন্ডলের নয়, সমগ্র এলাকার গর্ব বলে মনে করছেন রানাঘাটের বাসিন্দারা। রাণুর খ্যাতিতে তাঁর প্রতিবেশীরা গর্বিত! পাড়ার গর্ব, এলাকার গর্ব, সকলের প্রিয় রাণুদিকে গোটা রানাঘাটের তরফে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এলাকাবাসীর কাছ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত রাণুও। ধরে রাখতে পারলেন না চোখের জল!
advertisement
5/7
রাণুদি কেবল এলাকাবাসীর থেকে সংবর্ধনা নিয়ে আনন্দ প্রকাশ করেই থেমে থাকেননি, মুম্বইয়ে গান রেকর্ডিং করার অভিজ্ঞতার সকলের সঙ্গে ভাগ করে নেন। জানান, হিমেশ রেশমাইয়ার সঙ্গে গান করে তিনি খুব খুশি। পাড়ার কচি-কাঁচাদের আব্দার মেটাতে তাঁদের গানও শোনান টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো 'সুপারস্টার সিঙ্গার'-এর 'আপকামিং' অতিথি।
advertisement
6/7
কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের গাওয়া 'এক পেয়ার কা নাগমা' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে গেলেন রানাঘাটের স্টেশনের রাণু। এরপরই মেয়েরা ফিরে আসে তাঁর কাছে। আমূল বদলে যায় রাণুর জীবন। তাঁকে নিয়ে যাওয়া হল বিউটি পার্লারে। চুল স্ট্রেট করা হল। কালো রঙ করা হল, পরানো হল দামি শাড়ি। এখানেই শেষ নয়, 'সারেগামা' কোম্পানি তাঁদের ক্যারাভা উপহার দিল রাণুকে।
advertisement
7/7
তারকা রাণুর জীবনে অনেক পরিবর্তন আসে । একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন। কলকাতার এক পুজোর থিম সং গেয়েছেন ইতিমধ্যেই। রাণাঘাট থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গান।