Aditya Narayan-Shweta Agarwal's Maternity Shoot|| কালো মনোকিনিতে মাতৃত্বকালীন ফটোশ্যুট, 'মম টু বি' বলি নায়িকার লাস্যে মাত নেটদুনিয়া
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Shweta Aggarwal maternity shoot goes viral: সম্প্রতি আদিত্য নারায়ণের (Aditya Narayan) সঙ্গে মাতৃত্বকালীন ফটোশ্যুট করেন শ্বেতা আগরওয়াল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন শ্বেতা আগরওয়াল।
advertisement
1/9

*প্রথমবার মা হতে চলেছেন অভিনেতা, সঙ্গীত শিল্পী তথা সঞ্চালক আদিত্য নারায়ণের (Aditya Narayan) স্ত্রী অভিনেত্রী শ্বেতা আগরওয়াল। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তাই শুরু হয়ে গিয়েছে দিন গোনা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/9
*সম্প্রতি আদিত্য নারায়ণের (Aditya Narayan) সঙ্গে মাতৃত্বকালীন ফটোশ্যুট করেন শ্বেতা আগরওয়াল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন শ্বেতা আগরওয়াল। (Photo Credits: Instagram @adityanarayanofficial)
advertisement
3/9
*ছবিতে দেখা গিয়েছে কালো মনোকিনিতে শ্বেতা আগরওয়াল। সেখানে স্পষ্ট তাঁর বেবি বাম্প। আর তাঁকে আগলে রেখেছেন আদিত্য নারায়ণের (Aditya Narayan)। (Photo Credits: Instagram @adityanarayanofficial)
advertisement
4/9
*আদিত্য এবং শ্বেতা মেটারনিটি শ্যুটের ছবি শেয়ার করার পর থেকে শুভেচ্ছার বন্যা বইছে। সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্টে ভরেছে তাঁদের ছবি। (Photo Credits: Instagram @adityanarayanofficial)
advertisement
5/9
*অন্য কিছু ছবিতে সাদা মিডি ড্রেসে দেখা গিয়েছে শ্বতা আগরওয়ালকে। আদিত্যর পরনে সাদা শার্টের সঙ্গে ডেনিম। (Photo Credits: Instagram @adityanarayanofficial)
advertisement
6/9
* ছবির ক্যাপশনে আদিত্য লিখেছেন 'প্রিয় বন্ধু থেকে অভিভাবক হতে চলেছি। কী অপূর্ব সেই যাত্রাপথ!" (Photo Credits: Instagram @adityanarayanofficial)
advertisement
7/9
*সপ্তাহ দুয়েক আগে আদিত্য নারায়ণ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্বেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেই ছবিতে প্রথম দেখা যায় শ্বেতার বেবি বাম্প। সময় যে আসন্ন তা তাঁকে দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
8/9
*আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন। ২০১০ সালে একটি সিনেমায় অভিনয় করার সময়ে দু'জনের পরিচয়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
9/9
*সাধের অনুষ্ঠানের আয়োজন খুব তাড়াতাড়ি হবে বলেও জানিয়েছিলেন আদিত্য। তিনি আরও জানান, সম্প্রতি তাঁরা একটি গোল্ডেন রিট্রিভার দত্তক নিয়েছেন। ফলে সব মিলিয়ে দারুন একটা সময় কাটবে বলেই আশা তাঁদের। ছবি: ইনস্টাগ্রাম।