Viral News: ব্রেস্টফিডিংয়ের ছবি কেন দেন সোশ্যাল মিডিয়ায়, খোলাখুলি জানালেন বলি অভিনেত্রী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হঠাৎ কেন বলিউডের (Bollywood) অভিনেত্রী এমন করেন তাও নিজেই সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী যা এখন ভাইরাল নিউজ (Viral News)৷
advertisement
1/5

#মেলবোর্ন: বলিউডের (Bollywood) চেনা মুখ এভলিন শর্মা (Evelyn Sharma)৷ সম্প্রতি তিনি মা হয়েছেন৷ ইয়াঁরিয়া (Yarriyan) ছবির হট হিরোইন এখন নতুন মা হওয়ার আনন্দে সোশ্যাল মিডিয়ায় দিনরাতই নিজের সন্তানের সঙ্গে ছবি ফ্যানদের সঙ্গে শেয়ার করতে থাকেন৷ কিন্তু সন্তানের সঙ্গে বেশিরভাগ ছবিই তাঁর হয় সন্তানকে বুকের দুধ খাওয়ানো বা ব্রেস্টফিডিংয়ের (Breastfeeding) ৷ হঠাৎ কেন বলিউডের (Bollywood) অভিনেত্রী এমন করেন তাও নিজেই সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে জানিয়ে দিলেন বলিউড অভিনেত্রী যা এখন ভাইরাল নিউজ (Viral News)৷
advertisement
2/5
এভলিন শর্মা (Evelyn Sharma) স্বামী তুষাণ ভিন্ডির সঙ্গে নভেম্বর ২০২১ নিজেদের প্রথম সন্তান আভা ভিন্ডিকে স্বাগত জানিয়েছেন৷ এত বেশি ব্রেস্টফিডিং বা স্তন্যপান (Breastfeeding) করানোর ছবি কেন তাঁর ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী নিজেই৷ তিনি নিজের হ্যান্ডেলে সোজাসাপ্টা সেই কারণ লিখেছেন৷
advertisement
3/5
সেখানে তিনি লিখেছেন. ‘‘যদি আপনি আশ্চর্য হন যে কেন আমি বুকের দুধ খাওয়ানোর (Breastfeeding) ছবি শেয়ার করি তা এইকারণে যে এটাই এখন আমার জীবন৷ এটাই আমার পুরো সময়ের কাজ৷ যাতে আমি অনেক ঘণ্টা এবং বিনা ঘুমে রাত কাটাই৷ এর বদলে আপনার মাইনে হাসিখুশি ও সুস্থ শিশু৷ যা একজন মা হিসেবে আপনি চান৷ আমি শুধুই ব্রেস্টফিড করাই না৷ আমার ছোট মেয়ের কখনও কখনও টপ আপ হিসেবে অন্য দুধও প্রয়োজন হয়৷’’
advertisement
4/5
কিছুদিন আগে ইয়ারিয়া (Yarriyan) ছবির অভিনেত্রীকে এইভাবে স্তন্যপান করানোর ছবি দেওয়ার জন্য খারাপভাবে ট্রোল করা হয়েছিল৷ একটি দৈনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এইধরণের ছবি তাঁকে শক্তি দেয়৷ এলভিন শর্মা জানিয়েছেন এই ধরণের ছবি খুবই শক্তি দেয়৷ ব্রেস্টফিডিং শিশুকে সুস্থ রাখার সবচেয়ে প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর পদ্ধতি৷
advertisement
5/5
প্রথমেই এলভিন শর্মা (Evelyn Sharma) বুকের দুধ (Breastfeeding) খাওয়ানো জনিত সমস্যা নিয়ে কথা বলেছেন৷ তিনি জানিয়েছেন প্রথমে তাঁর ব্রেস্টফিড করানো নিয়ে অনেক সমস্যা হয়েছিল৷ এভলিন ও তুষাণ চারবছরের প্রেম করেছেন৷ এখন তাঁরা অস্ট্রেলিয়ায় থাকেন৷ তাঁদের কন্যা সন্তানের জন্মও এখানে৷