Viral: Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan-র তুফান রূপ, শরীরে যেন হাজার তারা গাঁথা, ফটো ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অপরূপ মোহময়ী হয়ে উঠেছেন মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)৷
advertisement
1/10

হাসিন জাহান মানেই দারুণ সৌন্দর্য্য৷ বোল্ড ও হট তার সঙ্গে পাল্লা দেওয়া রূপ মহম্মদ শামির স্ত্রী একেবারে সুপার বোল্ড৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
2/10
মহম্মদ শামি(Mohammed Shami) যেরকম খবরে থাকেন, তেমনিই তাঁকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়ে শিরোনামে থাকেন তাঁর স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) নিজের ভাইরাল (Viral) হট ফটো (Hot Photo) দিয়ে নিয়মিত শিরোনাম ছিনিয়ে নেন৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
3/10
সম্প্রতি এই ধরণের পাশ্চাত্য পোশাকে হট ফটো শুট নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপলোড করার পর একটি কালো তারা তারা শাড়িতে ছবি দিয়েছেন৷ যা দারুণ গতিতে ভাইরাল৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
4/10
কালো শাড়িতে অপরূপ মোহময়ী হয়ে উঠেছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান৷ বোল্ড পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকেও একইরকম সাবলীল ও সুন্দরী৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
5/10
কালো শাড়িতে মোহময়ী নারী হিসেবে দেখা যাচ্ছে মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
6/10
ইংল্যান্ডে ব্যাট -বল হাতে জাতীয় দলের জার্সিতে পারফরম্যান্স করে চলেছেন আর স্ত্রী হাসিন ব্যস্ত নিজের মতো নিজের জীবন নিয়ে৷ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় শামি পত্নী হাসিন জাহান৷ নিয়মিতই তাঁর ছবি কিম্বা ভিডিও আপলোড করেন তিনি৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
7/10
কখনও কখনও তাঁর বোল্ড ছবিতে ফ্যানরা স্পেলবাউন্ড হয়ে যান৷ আর কখনও কখনও তাঁর ছবি নিয়ে ওঠে তীব্র বিতর্কের ঝড়৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
8/10
এবার একেবারে হিন্দু বাঙালি ঘরোয়া বউ হিসেবে সেজে উঠেছেন হাসিন জাহান৷ হাতে শাঁখা -পলা, পরণে সাধাসিধে করে পরা হলুদ তাঁতের শাড়ি৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
9/10
আসলে হাসিন বিয়ের আগে মডেলিং দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন৷ বিয়ে নিয়ে ফের গণ্ডগোল হওয়ার পর ফের সেই জগতেই ফেরেন৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook
advertisement
10/10
তাঁর ইচ্ছা এই পেশার সঙ্গে নিজেকে যুক্ত রাখা৷ Photo Courtesy- Hasin Jahan/ Facebook