TRENDING:

অমিতাভের সঙ্গে জুটি বেঁধে ৯টি হিট দিয়েছিলেন বিনোদ খান্না, কিন্তু নাকচ করেছিলেন দশম ছবির অফার ! আর সেই ছবিটিই হয়ে উঠেছিল ব্লকবাস্টার

Last Updated:
সেই সময় অমিতাভ-বিনোদ জুটি ভক্তদের দারুণ পছন্দও ছিল। এই দুই অভিনেতা একসঙ্গে জুটি বেঁধে প্রায় ৯টি ছবি করেছেন। আর বেশিরভাগই সুপারহিট। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, একটি ছবির গল্প ভাল লাগলেও তা করতে অস্বীকার করেছিলেন বিনোদ খান্না। অমিতাভও ছিলেন ওই ছবিতে।
advertisement
1/7
অমিতাভের সঙ্গে জুটিতে ৯টি হিট দিয়েছিলেন বিনোদ খান্না, কিন্তু নাকচ করেছিলেন দশম ছবির অফার !
সত্তরের দশকে অনেকেই বলতেন যে, বলিউডে একমাত্র বিনোদ খান্নাই অমিতাভের জায়গা নিতে পারেন। আবার সেই সময় অমিতাভ-বিনোদ জুটি ভক্তদের দারুণ পছন্দও ছিল। এই দুই অভিনেতা একসঙ্গে জুটি বেঁধে প্রায় ৯টি ছবি করেছেন। আর বেশিরভাগই সুপারহিট। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, একটি ছবির গল্প ভাল লাগলেও তা করতে অস্বীকার করেছিলেন বিনোদ খান্না। অমিতাভও ছিলেন ওই ছবিতে। কিন্তু ছবির অফার ফিরিয়ে দেওয়ার কারণটা কী ছিল, সেটাই জেনে নেওয়া যাক। photo: IMDb
advertisement
2/7
“আই ক্যান টক ইংলিশ, আই ক্যান ওয়াক ইংলিশ, আই ক্যান লাফ ইংলিশ, বিকজ ইংলিশ ইজ আ ভেরি ফানি ল্যাঙ্গুয়েজ! হোয়াট ডু ইউ ডু? আপকা নওকর হুঁ মালিক, নমক হালাল…”- এই সংলাপটা শুনে নিশ্চয়ই সকলে বুঝে গিয়েছেন যে, কোন ছবির কথা বলা হচ্ছে! একেবারেই ঠিক ধরেছেন! প্রকাশ মেহরা পরিচালিত ‘নমক হালাল’ ছবির কথাই বলা হচ্ছে।
advertisement
3/7
নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন বিনোদ! বলে রাখা ভাল যে, এই ছবির জন্য বিনোদ খান্নাই ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর তাঁর মজাদার সংলাপ বলার ভঙ্গি এবং কমেডি অচিরেই ভক্তদের মন জয় করে নিয়েছিল।
advertisement
4/7
বিনোদ খান্নার না, আর ভাগ্য বদলাল এই অভিনেতার: বিনোদ খান্না এবং অমিতাভ বচ্চনকে নিজেদের অভিনীত ছবিগুলিতে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। যা পর্দায় ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছিল। বিনোদ খান্না ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেই আর এক অভিনেতা শশী কাপুরের ভাগ্য বদলে গিয়েছিল। আর এটাই প্রথমবার, যখন অমিতাভ বচ্চনের ছবিতে অভিনয় করার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন বিনোদ খান্না।
advertisement
5/7
‘মুকদ্দর কা সিকন্দর’ ছবির মতো ক্যারিশমা চেয়েছিলেন প্রকাশ মেহরা: প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, রাজা সিং চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল বিনোদ খান্নার কাছে। নমক হালাল ছবির আগে ১৯৭৮ সালে ‘মুকদ্দর কা সিকন্দর’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল অমিতাভ আর বিনোদকে। ওই বছরের সর্বোচ্চ আয় প্রদানকারী ছবিই ছিল এটি। এই ছবির পর তাই ‘নমক হালাল’ ছবিটিতে সেই অমিতাভ-বিনোদ ম্যাজিক দেখতে চেয়েছিলেন প্রকাশ মেহরা। যদিও বিনোদ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর শশী কাপুরের কাছে এই ছবির প্রস্তাব যায়।
advertisement
6/7
কিন্তু বিনোদ খান্না কেন না বলেন? বিনোদের প্রত্যাখ্যানের কারণ একাধিক প্রতিবেদনে এক-এক রকম বলে দাবি করা হয়। কিছু প্রতিবেদনে দাবি যে, বচ্চনের ছবিতে সেকেন্ড লিড হিসেবে অভিনয় করে একপ্রকার ক্লান্তই হয়ে পড়েছিলেন বিনোদ। আবার কয়েকটি প্রতিবেদনে দাবি যে, ‘নমক হালাল’-এর সময় বলিউড ছাড়তে চেয়েছিলেন বিনোদ এবং সেই সময় তিনি ওশো-র আশ্রমে যোগ দিতে চেয়েছিলেন। তাই প্রকাশ মেহরার অফার নাকচ করেন। আবার কিছু রিপোর্টে দাবি যে, বিনোদ খান্না সেই সময় ব্যস্ত ছিলেন। তার কারণেই প্রত্যাখ্যান করেছিলেন।
advertisement
7/7
‘নমক হালাল’ ছবির বক্স অফিস কালেকশন: ১৯৮২ সালের ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘নমক হালাল’। এই ছবিটি ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। সেই বছরের তৃতীয় সর্বোচ্চ আয়প্রদানকারী ছবি হয়ে উঠেছিল এটি। ‘প্রেম রোগ’ এবং ‘বিধাতা’ ছবির পর ‘নমক হালাল’ ভারতেই শুধু আয় করেছিল ১২ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
অমিতাভের সঙ্গে জুটি বেঁধে ৯টি হিট দিয়েছিলেন বিনোদ খান্না, কিন্তু নাকচ করেছিলেন দশম ছবির অফার ! আর সেই ছবিটিই হয়ে উঠেছিল ব্লকবাস্টার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল