Vikrant Massey-Sheetal Thakur Wedding: ডেস্টিনেশন ওয়েডিং এর জাঁকজমক নয়! বিক্রান্ত-শীতলের বিয়ের ছবিতে শুধুই নিখাদ প্রেমের ছোঁয়া
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Vikrant Massey-Sheetal Thakur Wedding: সাধারণ ভাবেই বিয়ে সেরে ফেললেন অভিনেতা। বিয়ের আগে হলদি সেরেমনির ছবি অবশেষে প্রকাশ্যে এল।
advertisement
1/11

বহুদিনের বান্ধবী শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা বিক্রান্ত মেসি। তবে কোনও ডেস্টিনেশন ওয়েডিং এর জাঁকজমক ছিল না। সাধারণ ভাবেই বিয়ে সেরে ফেললেন অভিনেতা। বিয়ের আগে হলদি সেরেমনির ছবি অবশেষে প্রকাশ্যে এল।
advertisement
2/11
হলদি অনুষ্ঠানে প্রাণোচ্ছল বিক্রান্ত ও শীতল। বহুদিনের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করলে এমন অভিব্যক্তিই আসে।
advertisement
3/11
পরস্পরকে হলুদে রাঙাচ্ছেন নবদম্পতি। পাশে বন্ধুদের ভিড়। রয়েছেন কৌতুক শিল্পী সুমনা চক্রবর্তীও।
advertisement
4/11
বিয়ের দিনই দুপুরের সাজে বিক্রান্ত ও শীতল। হলুদ লেহেঙ্গায় সেজেছেন শীতল। সাদা কুর্তা ও জ্যাকেটে বিক্রান্ত।
advertisement
5/11
সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া, ছিমছাম! উপস্থিত ছিলেন শুধু পরিবারের সদস্যরা।
advertisement
6/11
বিক্রান্ত-শীতলের এক কাছের বন্ধু জানান ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁদের ভরসোভার বাড়িতেই রেজিস্ট্রি সারেন কপোত-কপোতি
advertisement
7/11
প্রেম দিবসেই তাঁদের ভালবাসার পরিণতি দেবেন, এমনটা কিছুদিন আগেই ঠিক করেছিলেন তাঁরা!
advertisement
8/11
২০১৯ সালে বিক্রান্ত আর শীতল ঠাকুরের রোকা হয়ে যায়। সে অনুষ্ঠানও ছিল ছিমছাম, ছিল না কোনও বাড়তি আড়ম্বর। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানেই আংটিবদল করেন বিক্রম ও শীতল।
advertisement
9/11
সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, '' ছোট্ট, একেবারে আটপোড়ে একটা অনুষ্ঠানে আমাদের রোকা হয়েছে! বিয়ে কবে করব, সঠিক সময়ে জানাব।''
advertisement
10/11
বিক্রান্ত মেসি এক সময় কাজ করতেন কফিশপে। সেখানে টেবিলে টেবিলে শুনতেন ছবি নিয়ে আলোচনা। আজ তিনি নিজেই অভিনেতা! ‘দিল ধড়কনে দো’, ‘ছপাক’, ‘মির্জাপুর’-এর ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত। ভরসোভার বাসিন্দা বিক্রান্ত অভিনয়জীবন শুরু করেছিলেন টেলিভিশন থেকে। তার পর তিনি পা রাখেন ছবির জগতে।
advertisement
11/11
কিন্তু তাঁকে শুনতে হয়েছিল ছোট পর্দার অভিনেতারা সিনেমায় কিছু করতে পারেন না। সেই অপবাদ নিজের কাজ দিয়ে খণ্ডন করেছেন তিনি। ভরসোভার সোনু হয়ে উঠেছেন মির্জাপুরের বাবলু ভাইয়া।