TRENDING:

Vikrant Massey: স্বীকৃতি পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন বিক্রান্ত... সাক্ষাৎকারে অভিনেতার অকপট স্বীকারোক্তি

Last Updated:
সাফল্য এবং ব্যর্থতার সঙ্গে কীভাবে মোকাবিলা করেন বিক্রান্ত? তাঁর কথায়, “সাফল্য এবং ব্যর্থতা উভয়ের সঙ্গে যুঝে নেওয়ার কৌশলটা আমার ক্ষেত্রে একই। কোনওটাকেই আমি অতটা গুরুত্ব দিই না। কারণ প্রত্যেকটা জিনিসই জীবনে ক্ষণস্থায়ী। এমনও দেখেছি যে, সাফল্য এবং ব্যর্থতায় মানুষ আবহাওয়ার মতো পরিবর্তিত হচ্ছেন। আমি খুব দ্রুত মুভ অন করতে পারি। কোনও বিষয় নিয়ে দীর্ঘ সময় ব্যয় করতে আমার ভাল লাগে না।”
advertisement
1/7
স্বীকৃতি পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন বিক্রান্ত... সাক্ষাৎকারে অভিনেতার স্বীকারোক্তি
দিন কয়েক আগেই রীতিমতো একটা বোমা ফাটিয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসে! আসলে তাঁর অবসর ঘোষণায় চমকে গিয়েছে গোটা বি-টাউন। ‘12th Fail’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এবং ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো একের পর এক ছবিতে সাফল্য সত্ত্বেও এসেছে অভিনেতার এহেন অবসর ঘোষণা। যা অবিশ্বাস্য তাঁর ভক্তদের কাছেও!
advertisement
2/7
যদিও সম্প্রতি স্ক্রিন-এর সঙ্গে এক আলাপচারিতায় বিক্রান্ত জানিয়েছেন যে, তিনি এই সময় অভিনেতা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। কারণ এখন খুবই ভাল মানের ছবি তৈরি হয়। সেই সঙ্গে বিক্রান্ত এ-ও জানিয়েছেন যে, অভিনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য মুখিয়ে থাকতে হয়েছে তাঁকে। অবশ্য তিনি সেটা পেয়েছেন ‘12th Fail’ ছবির পরে।
advertisement
3/7
নিজের ছবি বাছাই করার বিষয়ে বিক্রান্ত বলেন যে, “আমি সাধারণত একাধিক স্তরযুক্ত চরিত্র বেছে নিতে পছন্দ করি না। কারণ আমি একমাত্রিক চরিত্র পছন্দ করি না। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই তো একাধিক স্তর থাকে। আমি তো শুধু একজন অভিনেতা নই, একজন পুত্র, বাবা, ভাই, স্বামী এবং কারও বন্ধুও বটে! বাস্তব জীবনেও আমার একাধিক ভূমিকা রয়েছে। তাহলে আমি কীভাবে একমাত্রিক হতে পারি।”
advertisement
4/7
সেই সঙ্গে অভিনেতা আরও বলেন যে, “আমি এটাও মনে করি যে, আমি এই সময়ে বিশেষ করে বিগত ১০ বছর সময়ে অভিনেতা হতে পেরে অত্যন্ত ভাগ্যবান। কারণ এই সময়টায় অনেক বাস্তব গল্পের উপর ভিত্তি করে ছবি তৈরি হচ্ছে। আর মানুষ তা দেখছেনও। আমি এই সময়ের অংশ হতে পেরে ধন্য। কারণ এখন প্রাসঙ্গিক গল্প বলা হয় ছবির মাধ্যমে। আর আমি তার অংশ হতে পেরেছি।”
advertisement
5/7
‘12th Fail’-এর সাফল্য নিয়ে বিক্রান্ত বলেন যে, “ইন্ডাস্ট্রি থেকে স্বীকৃতি আসার জন্য আমি মুখিয়ে ছিলাম। সেটা এখন এসেছে। আমি সব সময় নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। আর সেটাই করব। আসলে আরও মানুষের কাছ থেকে স্বীকৃতি পাওয়া এবং শুধুমাত্র বিকল্প অভিনেতার মোড়কে আটকে না থাকাটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর ‘12th Fail’ ছবির বাণিজ্যিক সাফল্যও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।”
advertisement
6/7
অভিনেতা বলে চলেন, “আমার কাছে প্রচুর চরিত্রের অফার আসছে। আর অনেক প্রযোজকও আমার সঙ্গে কাজ করতে চান। আমি এটাই তো চেয়েছিলাম। আমি আনন্দিত, কিন্তু এটাও জানি যে, এসব কিছুই স্থায়ী নয়। কারণ মানুষ সময়ের সঙ্গে বদলে যায়। তাই নিজের বড় উদ্দেশ্যপূরণের জন্যই কাজ করে যাওয়া উচিত। আর অভিনেতা হিসেবে ধারাবাহিকতাই বজায় রাখাটাই আমার কাজ।”
advertisement
7/7
সাফল্য এবং ব্যর্থতার সঙ্গে কীভাবে মোকাবিলা করেন বিক্রান্ত? তাঁর কথায়, “সাফল্য এবং ব্যর্থতা উভয়ের সঙ্গে যুঝে নেওয়ার কৌশলটা আমার ক্ষেত্রে একই। কোনওটাকেই আমি অতটা গুরুত্ব দিই না। কারণ প্রত্যেকটা জিনিসই জীবনে ক্ষণস্থায়ী। এমনও দেখেছি যে, সাফল্য এবং ব্যর্থতায় মানুষ আবহাওয়ার মতো পরিবর্তিত হচ্ছেন। আমি খুব দ্রুত মুভ অন করতে পারি। কোনও বিষয় নিয়ে দীর্ঘ সময় ব্যয় করতে আমার ভাল লাগে না।”
বাংলা খবর/ছবি/বিনোদন/
Vikrant Massey: স্বীকৃতি পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন বিক্রান্ত... সাক্ষাৎকারে অভিনেতার অকপট স্বীকারোক্তি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল