একদিকে অজয়-টাবুর রসায়ন, তো অন্য দিকে মারকাটারি দৃশ্য; এই ছবি বক্স অফিসে পেয়েছিল বড়সড় সাফল্য!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Vijaypath Ajay Devgn-Tabu's movie: খুবই স্বল্প বাজেটে তৈরি এই ছবি বিশাল আয় করেছিল। আবার ওই বছরই সলমন খান, গোবিন্দ, অক্ষয় কুমার, অনিল কাপুরের মতো তাবড় অভিনেতারা একের পর এক ব্লকবাস্টার দিয়েছেন। অথচ ‘বিজয়পথ’ কিন্তু সে-সবকেই অতিক্রম করেছিল।
advertisement
1/6

নব্বইয়ের দশকে পা রেখেছিলেন বি-টাউনে। এর পর তিলে তিলে গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। আর অভিনয় দক্ষতার জোরে মন জয় করেছেন কোটি কোটি ভক্তের। বলিউডের তিন খানের পাশাপাশি এখনও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি। এমনকী তাঁর জনপ্রিয়তায়ও এতটুকু ভাটা পড়েনি। আজ কথা হচ্ছে অভিনেতা অজয় দেবগনের বিষয়ে।
advertisement
2/6
‘ফুল অওর কাঁটে’ ছবির হাত ধরে বি-টাউনে আত্মপ্রকাশ করেছিলেন অজয়। অভিনেত্রী মধুর বিপরীতে তাঁর অভিনয় সকলের মন কাড়ে। অনায়াসে তারকা হয়ে ওঠেন অজয় দেবগন। এর পর বক্স অফিসে একে একে হিট দিতে থাকেন অভিনেতা। আজ থেকে প্রায় ২৯ বছর আগে অর্থাৎ ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগন অভিনীত ‘বিজয়পথ’। খুবই স্বল্প বাজেটে তৈরি এই ছবি বিশাল আয় করেছিল। আবার ওই বছরই সলমন খান, গোবিন্দ, অক্ষয় কুমার, অনিল কাপুরের মতো তাবড় অভিনেতারা একের পর এক ব্লকবাস্টার দিয়েছেন। অথচ ‘বিজয়পথ’ কিন্তু সে-সবকেই অতিক্রম করেছিল। কারণ ছবিটির বাজেটে ছিল ৩ কোটি টাকারও কম। আর ছবিটি নিয়ে তেমন প্রচারও হয়নি।
advertisement
3/6
তবে ৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় ‘বিজয়পথ’। ছবিটি দেখার জন্য প্রেক্ষাগৃহের বাইরে নেমেছিল ভক্তদের ঢল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, প্রায় সব প্রেক্ষাগৃহই হাউজফুল ছিল। এই ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা গিয়েছিল সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী টাবুকে। দু’জনের রসায়নের জেরেই মূলত বক্স অফিসে তোলপাড় পড়ে গিয়েছিল। আর এই ছবির হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান টাবুও।
advertisement
4/6
শুধু তাঁদের রসায়নই নয়, ছিল দুর্ধর্ষ অ্যাকশনও। বলিউড অ্যাকশন মাস্টার বীরু দেবগনের পুত্রের মারকাটারি মারপিটের দৃশ্য দেখে তাক লেগে গিয়েছিল ভক্তদের। অজয়-টাবুর পাশাপাশি ‘বিজয়পথ’ ছবিতে দেখা গিয়েছিল সুরেশ ওবেরয় এবং গুলশন গ্রোভারের মতো তারকাদেরও।
advertisement
5/6
তবে মজার বিষয় হল, কেউ কখনও ভাবেননি যে অজয়-টাবু অভিনীত এই ছবিটাই এতটা হিট হবে! সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘বিজয়পথ’ তৈরি করতে খরচ হয়েছিল ২.৭৫ কোটি টাকা। অথচ মুক্তির পর তা সংগ্রহ করেছিল ১১.৫২ কোটি টাকা। অর্থাৎ ব্য়য়ের প্রায় চার গুণ বেশি আয় হয়েছিল এই ছবি থেকে।
advertisement
6/6
এখানেই থেমে থাকেনি অজয় দেবগনের বলিউডি জয়-যাত্রা। অভিনেতার সুপারহিট ছবি ‘সিংহম’-এর পরবর্তী ভাগে দেখা যাবে তাঁকে। এই ছবির নাম ‘সিংহম এগেইন’। শোনা যাচ্ছে, এই ছবিতে ‘লেডি সিংহম’-এর ভূমিকায় দেখা যাবে সুন্দরী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও।