TRENDING:

Vijay Varma on Illness: শরীরে রয়েছে গোপন রোগ, এতদিন পর মুখ খুললেন তমন্নার প্রেমিক! কী হয়েছে বিজয়ের?

Last Updated:
Vijay Varma on Illness: বিজয় বর্মা নিজেই এক গোপন কথা স্বীকার করেছেন সম্প্রতি, যেখানে তাঁর রোগের কথা জানা গিয়েছে।
advertisement
1/9
শরীরে রয়েছে গোপন রোগ, এতদিন পর মুখ খুললেন তমন্নার প্রেমিক! কী হয়েছে বিজয়ের?
অভিনয়ের জোরে এখন কোটি কোটি দর্শকের পছন্দের নায়ক বিজয় বর্মা। এমনকী অভিনেত্রী তমন্না ভাটিয়ারও মনের জাদুকর নাকি তিনিই।
advertisement
2/9
সেই অভিনেতা নিজেই এক গোপন কথা স্বীকার করেছেন সম্প্রতি, যেখানে তাঁর রোগের কথা জানা গিয়েছে।
advertisement
3/9
এই মুহূর্তে অভিনেত্রী তমন্না ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বেশ চর্চা বলিউডে।
advertisement
4/9
পরিচালক জোয়া আখতারের 'গলি বয়' ছবির হাত ধরে পথচলা শুরু বিজয়ের। তার পর অভিনয় দক্ষতার জোরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয় বর্মা। কাজ করেছেন 'ডার্লিংস', 'দহাড়', 'মির্জাপুর'-এর মতো ছবি ও সিরিজে।
advertisement
5/9
এ বার নিজের একটি রোগের কথা জানালেন বিজয়। দীর্ঘ বছর ধরে শ্বেতি রয়েছে তাঁর শরীরে।
advertisement
6/9
তবে পর্দায় তা বোঝা যায় না। মেক-আপের সাহায্যে ঢেকে রাখেন। তা হলে কি এটি তাঁর অস্বস্তির কারণ?
advertisement
7/9
এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের শ্বেতির দাগ প্রসাধনী দিয়ে ঢেকে রাখেন অধিকাংশ সময়ে।
advertisement
8/9
কারণ তিনি চান না তাঁকে যখন পর্দায় দর্শক দেখবেন, তাঁর অভিনয় ছাড়া অন্য কোনও বিষয় বাড়তি নজর কাড়ুক কারও।
advertisement
9/9
বিজয়ের কথায়, 'এটা যদিও তেমন কোনও বড় ব্যাপার নয়। তবু আমি হালকা মেক-আপের সাহায্যে ঢেকে রাখতাম। আসলে এটা একজন অভিনেতার কাছে খুব ছোট ব্যাপারও না। মাঝেমধ্যে ভাবি, যদি এটা আমার কেরিয়ারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়? কিন্তু সৌভাগ্যবশত আমাকে কখনও তেমন কিছুর মুখোমুখি হতে হয়নি। যত ক্ষণ আমার কাজ আছে, তত ক্ষণ এটা নিয়ে চিন্তিত নই আমি'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Vijay Varma on Illness: শরীরে রয়েছে গোপন রোগ, এতদিন পর মুখ খুললেন তমন্নার প্রেমিক! কী হয়েছে বিজয়ের?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল