Bolly Viral: ডেভিডের জন্মদিনে তারাদের মেলা! অন্যদিকে সুপার হট অনন্যা-বিজয়! ভাইরাল ছবি
- Published by:Piya Banerjee
Last Updated:
Bolly Viral: কেউ ব্যস্ত জন্মদিনের পার্টিতে। কেউ ব্যস্ত জিমে। আবার কেউ রয়েছেন ছবির প্রোমোশনে! তার মধ্যে কী প্রেমে মজলেন অনন্যা বিজয়? বলিউডে জোর গুঞ্জন! ভাইরাল একের পর এক ছবি
advertisement
1/19
অনন্যা পাণ্ডে ও বিজয় দেবেরাকোন্ডাকে এখন মাঝে মধ্যেই দেখা যাচ্ছে নানা জায়গায়। নিজেদের ছবি Liger -এর প্রোমোশনেই ব্যস্ত দুই তারকা! এদিকে বলি পাড়ায় গুঞ্জন এই জুটি নাকে মজেছেন প্রেমে! যদিও বন্ধু ছাড়া আর কিছুই নন তাঁরা! তবুও থেমে নেই গুঞ্জন!
advertisement
2/19
শ্রীদেবী কন্যা জাহ্নবী মানেই ছটফটে একটা মিঠে রোদের সকাল! জাহ্নবীর মধ্যে এক দারুন মিষ্টতা রয়েছে। যেকোনো পোশাকেই ঝলমলে তিনি! জিম থেকে বেরিয়ে আসছেন নায়িকা!
advertisement
3/19
Goodfellows-এর অনুষ্ঠানে রতন টাটা! সিনিয়র সিটিজেনদের জন্য নতুন উদ্যোগ নিতে শামিল হলেন তিনি। সাদা পোশাকে সর্বদা উজ্জ্বল তিনি!
advertisement
4/19
নিজের বাড়ির সামনে মালাইকা আরোরা! তাঁর দরজায় সব সময় ভিড় জমান পাপারাৎজিরা! অন্যথা হল না এবারও!
advertisement
5/19
জন্মদিনের পার্টিতে এলেন ডেভিড ধাওয়ান! ধুমধাম করে পালন হল তাঁর জন্মদিন!
advertisement
6/19
বাবা ডেভিড ধাওয়ানের জন্মদিনে ঝলমলে ছেলে বরুণ ধাওয়ান! বলিউডে একের পর ভাল কাজ রয়েছে তাঁর! আলিয়া থেকে সারা সকলের সঙ্গেই মানানসই বরুণ!
advertisement
7/19
Do Baaraa-র স্ক্রিনিংয়ে প্রেমিকের সঙ্গে সুজান খান! হৃত্বিককে ডিভোর্স দেওয়ার পর নতুন প্রেমে হাবুডুবু সুজান!
advertisement
8/19
ডেভিড ধাওয়ানের জন্মদিনে এলেন অর্জুন কাপুর!
advertisement
9/19
হালকা মেজাজে কার্তিক আরিয়ান। ডেভিড ধাওয়ানের জন্মদিনে দেখা গেল তাঁকেও।
advertisement
10/19
করণ সিং গ্রোভারকে দেখা গেল শপিং করতে। সদ্যই মা হওয়ার কথা জানিয়েছেন বিপাশা বাসু। তাই এখন করণকেই সামলাতে হচ্ছে সব দিক!
advertisement
11/19
ডেভিড ধাওয়ানের জন্মদিনে এক সঙ্গে মিলে গেলেন রাজপাল যাদব ও চাঙ্কি পাণ্ডে!
advertisement
12/19
Do Baaraa-র স্ক্রিনিংয়ে এলি আব্রাহামকে দেখা গেল ওয়েস্টার্ন পোশাকে!
advertisement
13/19
বন্ধু পরিচালক ডেভিডের জন্মদিন কী মিস করা যায়! সেজে গুজে এলেন সঞ্জয় কাপুর!
advertisement
14/19
বিমান বন্দরে দাদা শাহিদের ছেলেকে সামলাতে ব্যস্ত ইশান খট্টর!
advertisement
15/19
ডেভিডের জন্মদিনে দেখা দিলেন অনুপম খের!
advertisement
16/19
শক্তি কাপুরও মিস করলেন না ডেভিডের জন্মদিনের পার্টি!
advertisement
17/19
ডেভিডের জন্মদিনে এলেন একতা কাপুর! ঝলমলে হাসিতে উজ্জ্বল তিনি!
advertisement
18/19
করিনা কাপুর খানের বাড়িতে হঠাৎ এসে পড়লেন সোহা আলি খান! ধরা পড়লেন ক্যামেরায়!
advertisement
19/19
পদ্মীনি কোলাপুরি এলেন ডেভিডের জন্মদিনে! সঙ্গে স্বামী!