Vijay Antony Daughter News: 'আমার চাপের কারণ'! ১৬ বছরের মেয়ের মৃত্যুর আগে একটি পোস্ট মা ফতিমার, কী লেখা ছিল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Vijay Antony Daughter News: যে বাড়ি এক সময় আলো জুড়ে থাকতেন, সেখান থেকেই মিলল তাঁর নিথর দেহ। মাত্র ১৬-তেই পথ চলা থেমে গেল দক্ষিণী অভিনেতা, সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনির কন্যা মীরার।
advertisement
1/5

যে বাড়ি এক সময় আলো জুড়ে থাকতেন, সেখান থেকেই মিলল তাঁর নিথর দেহ। মাত্র ১৬-তেই পথ চলা থেমে গেল দক্ষিণী অভিনেতা, সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনির কন্যা মীরার।
advertisement
2/5
মনে করা হচ্ছে, আত্মহত্যার কারণে মৃত্যু হয় মীরার। সূত্রের খবর এও যে, মানসিক চাপে ছিলেন মীরা। চিকিৎসাও চলছিল তাঁর।
advertisement
3/5
কয়েক মাস আগের কথা। গত মার্চের স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন মীরা। মেয়ের সেই সাফল্যের কথা ট্যুইট করে জানিয়েছিলেন মা ফতিমা অ্যান্টনি।
advertisement
4/5
ফতিমা লিখেছেন, 'আমার শক্তির উৎস, আমার কান্নার শান্ত্বনা, আমার চাপের কারণ (দুষ্টুমিতে ভরা), আমার থাঙ্গাকাট্টি-চেল্লাকুট্টি। মীরা বিজয় অ্যান্টনি, তোমায় অনেক শুভেচ্ছা।'
advertisement
5/5
চেন্নাইয়ের এক বেসরকারি স্কুলে পড়তেন মীরা। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।