জিমের কায়দায় সলমন-জনকে টেক্কা ! বিদ্যুতের শরীরের ভঙ্গিমায় কাত বলিউড
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
ফিটনেস নিয়ে সদা ব্যস্ত অভিনেতা ও মডেল বিদ্যুৎ জামেওয়াল ৷ নিজেকে ফিট রাখতে আজ পর্যন্ত সব কিছুই করেছেন ৷ কখনও সিলিন্ডার কাঁধে নিয়েছেন ৷
advertisement
1/5

ফিটনেস নিয়ে সদা ব্যস্ত অভিনেতা ও মডেল বিদ্যুৎ জামেওয়াল ৷ নিজেকে ফিট রাখতে আজ পর্যন্ত সব কিছুই করেছেন ৷ কখনও সিলিন্ডার কাঁধে নিয়েছেন ৷ তো কখনও গাছের ডালে চড়ে পুশ আপ করেছেন ৷
advertisement
2/5
বিদ্যুৎ জামেওয়ালের ইনস্টাগ্রামে উঁকি দিলেই বুঝতে পারবেন, তাঁর ফিটনেস ফান্ডা ৷ প্রত্যেকটা ছবি দেখলেই হতবাক হবেন ৷
advertisement
3/5
ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে, বার বার বিদ্যুৎ বলেছেন, ফিট থাকলে জীবন ঠিক পথে বইবে, নাহলে নয় ৷ সঙ্গে শরীরের পাশাপাশি মনকে ঠিক রাখার পরামর্শও দিয়েছেন বিদ্যুৎ৷
advertisement
4/5
বলিউডে এসেছেন বেশ কিছুদিন হলো তিনি৷ বেশ কয়েকটা ছবি বক্স অফিসে ভালই হিট৷ একেবারে অ্যাকশন প্যাকড বিদ্যুৎ কিন্তু নজর কেড়েছেন বহুবার ৷
advertisement
5/5
কয়েকদিন বাদেই তাঁর নতুন ছবি খুদা হাফিজ মুক্তি পাবে হটস্টার-ডিজনিতে ৷