Vidya Balan: পরম সুন্দরী ! শাড়ি, গয়নায় মোহময়ী বিদ্যা বালন ! ইশারায় চুপ করার বার্তা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Vidya Balan: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিদ্যা শাড়ি পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যা মন ছুঁয়েছে আবারও।
advertisement
1/5

Vidya Balan বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বিদ্যা মানেই এক আভিজাত্যে ভরা মোহময়ী রূপ। সব সময় নিজের পোশাকে নজর কাড়েন তিনি। photo source Instagram
advertisement
2/5
বিদ্যা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। সেখানেও মাঝে মধ্যেই নানা ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। photo source Instagram
advertisement
3/5
কিছুদিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে বিদ্যা বালন অভিনীত ছবি 'শেরনি'। বিদ্যার অভিনয় ফের একবার ছুঁয়ে গিয়েছে দর্শকের মন। photo source Instagram
advertisement
4/5
বিদ্যাকে বেশির ভাগ পার্টি বা অনুষ্ঠানে শাড়ি পরে যেতেই দেখা যায়। কখনও বাঙালি সাজ আবার কখনও মারাঠি কিংবা সাদা মাটা ছন্দে ধরা দেন তিনি। photo source Instagram
advertisement
5/5
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও বিদ্যা শাড়ি পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যা মন ছুঁয়েছে আবারও। photo source Instagram