Vidya Balan: নিজেকে পারেননি সামলাতে, সিদ্ধার্থকে প্রথম দেখেই যা হয়েছিল বিদ্যার...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vidya Balan: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিদ্যা বালন জানিয়েছেন কীভাবে তিনি স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের প্রেমে পড়েছিলেন৷
advertisement
1/5

বলি অভিনেত্রী বিদ্যা বালন সবসময়েই শিরোনামে থাকেন৷ নিয়াত ছবির প্রচার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন কীভাবে তিনি স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের প্রেমে পড়েছিলেন৷
advertisement
2/5
বিদ্যা বালন সাক্ষাৎকারে জানিয়েছেন,সিদ্ধার্থর সঙ্গে প্রথম দেখাতেই একটা অন্যরকম লালসা কাজ করেছিল৷ মানসিকের থেকে শারীরিক আকর্ষণটাই অনেক বেশি ছিল৷ তিনিই আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ৷
advertisement
3/5
বিদ্যা জানিয়েছেন, তিনি আমার পরিচিত সুদর্শনের মানুষের মধ্যে একজন৷ সিদ্ধার্থ এতটাই নিরাপদ যে ওকে দেখেই আকৃষ্ট হয়ে গিয়েছিলাম৷
advertisement
4/5
বিদ্যা বালন বলেন, আমি যত পুরুষের সঙ্গে দেখা করেছি তার চেয়ে অনেক বেশি সুরক্ষিত সিদ্ধার্থ৷ ওর মধ্যেই বাবার অনেককিছু খুঁজে পেয়েছিলাম৷ যা আরও বেশি মনে ধরেছিল৷
advertisement
5/5
সিদ্ধার্থর সঙ্গে প্রেম নিয়ে বিদ্যা সাফ জানান, আমি এটাও জানি না ও আমায় কখন ভালবাসা বুঝিয়েছিল৷ তবে প্রথম পদক্ষেপটা আমি নিতেও পারতাম না৷ তাই ওই প্রথম এগিয়ে এসেছিল৷ ২০১২ সালে ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিদ্ধার্থ ও বিদ্যা বালন৷ আপতত সুখের সংসার কাটাচ্ছেন দু'জনে৷