TRENDING:

Vidya Balan: বলিউডে 'এটা'র বিরাট অভাব রয়েছে, দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে এ কী বললেন বিদ্যা, জানলে চমকে যাবেন

Last Updated:
Vidya Balan: সম্প্রতি বলিউড ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সকলকে চমকে দিয়েছেন বিদ্যা বালন৷
advertisement
1/5
বলিউডে 'এটা'র বিরাট অভাব রয়েছে, দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে এ কী বললেন বিদ্যা,
বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে। সমালোচনা যেন তার পিছু ছাড়ে না। শরীরের বাড়তি ওজন থেকে পোশাকের জন্য বারবার কটাক্ষের মুখে পড়েছেন বিদ্যা। একাধিক কাটাছেড়া চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দাপুটে অভিনেত্রীর তকমা লাগিয়েছেন বিদ্যা বালন।
advertisement
2/5
স্পষ্টবাদী, ঠোঁটকাটা হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি অভিনেত্রী বিদ্যা-বালনের। বি-টাউনে তার রাজত্বের কথা কেউ টেরও পায়নি একদিন। অথচ তিনিই এখন সকলের 'পরিণীতা' থেকে 'শেরনি'। বলিউডে সাফল্য পেলেও বিদ্যার অভিনয়ের কেরিয়ারের যাত্রাপথ অতটাও সহজ ছিল না। হাজারো ব্যর্থতা টপকে তিনি আজ বলিউডের 'শেরনি'।
advertisement
3/5
সম্প্রতি বলিউড ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সকলকে চমকে দিয়েছেন বিদ্যা বালন৷ এক চ্যাট শো তে বিদ্যা বলেন, আমি অনুভব করি দক্ষিণের ইন্ডাস্ট্রু কাজের বিষয়ে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ৷ তবে আমি বলব যে ধরনের সিনেমা করি সেখানে অনেক শৃঙ্খলা রয়েছে৷ কারণ সেগুলো কম বাজেটের সিনেমা ছিল৷ তাই নির্দিষ্ট নিয় মনে কাজ তো করতেই হয়৷
advertisement
4/5
বিদ্যা আরও বলেন, আমি কোনও হিন্দি বড় বাজেটের সিনেমায় অভিনয় করিনি৷ তাই আমি জানি না, ওখানে কী হয়৷ কিন্তু এমন কিছু আছে যা ঠিক করে কাজ করছে না৷ আমরা নিজেদেরকে নিয়েই প্রশ্ন তুলছি৷ ওরা যা করছে নিজেদের প্রকৃত দিক তুলে ধরছে৷ হিন্দি সিনেমায় এটারই অভাব রয়ে গেছে৷
advertisement
5/5
বিদ্যা আরও প্রকাশ করেছেন, দক্ষিণ ভারতীয় লালনপালন তাঁকে মাটির কাছাকাছি রেখেছে৷ সঙ্গে তাঁর দক্ষিণ ভারতীয় পরিবার৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে শেষবারের মতো দেখা গিয়েছে নিয়ত সিনেমায়৷ দীর্ঘ চার বছর পর কামব্যাক করেছেন বিদ্যা বালন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Vidya Balan: বলিউডে 'এটা'র বিরাট অভাব রয়েছে, দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে এ কী বললেন বিদ্যা, জানলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল