Vicky-Katrina: 'আমি প্রচণ্ড ভয় পাই ক্যাটরিনাকে'!কিন্তু কেন? ভিকির গোপন কথা ফাঁস হতেই তোলপাড় নেটদুনিয়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vicky-Katrina: ভিকি বলেন, নাচের ভিডিও দেখে সে প্রায় ৩৬ হাজার ভুল খুঁজে বার করে৷ তারপর বলে, আমার হাত-পা ঠিক নেই, এগুলো সংশোধন করা উচিত৷ এই কারণের জন্যই স্ত্রীকে ভয় পান ভিকি কৌশল৷
advertisement
1/6

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম। তাদের কেমিস্ট্রি যেমন পছন্দ করেন, তেমনই প্রশংসা করেন ভক্তরা৷ সম্প্রতি ভিকি তার স্ত্রী ক্যাটকে নিয়ে এমন কথা ফাঁস করেছেন, যা শুনলে চমকে যাবেন আপনিও৷
advertisement
2/6
সদ্যই মুক্তি পেয়েছে ভিকির ছবি 'জারা হটকে জারা বাঁচকে'৷ সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, কোনও চলচ্চিত্রে যদি গানের শুটিং করি তাহলে ক্যাট সেই রিহার্সাল দেখতে চায়, কারণ সে খুব ভাল নাচ করে, কিন্তু পরে যখন তাকে রিহার্সালের ভিডিও দেখাই তখন আমি খুব ভয় পাই৷
advertisement
3/6
ভিকি আরও বলেন, নাচের ভিডিও দেখে সে প্রায় ৩৬ হাজার ভুল খুঁজে বার করে৷ তারপর বলে, আমার হাত-পা ঠিক নেই, এগুলো সংশোধন করা উচিত৷ এই কারণের জন্যই স্ত্রীকে ভয় পান ভিকি কৌশল৷
advertisement
4/6
ভিকি আরও জানিয়েছেন, আমরা সবসময়েই নতুন কোনও ছবির স্ক্রিপ্ট এলে তা নিয়ে আলোচনা করি৷ চলচ্চিত্র বাছার ক্ষেত্রেও তেমনটা করি৷ যার ফলে আমাদের কাজের অনেক সুবিধা হয়৷ স্ত্রীর নামে অনেক প্রশংসাও করেছেন ভিকি কৌশল৷
advertisement
5/6
ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে ভিকি কৌশলকে 'জারা হটকে জারা বাঁচকে' ছবিতে সারা আলি খানের বিপরীতে দেখা গেছে৷
advertisement
6/6
ক্যাটরিনা কাইফকে 'ফোন ভূত' ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছে৷ 'টাইগার ৩' ছবিতে সলমনের বিপরীতে দেখা যেতে চলেছে ক্যাটরিনা কাইফকে৷