Vicky Jain-Ankita Lokhande: ছেলেকে জুতো, লাথি! অঙ্কিতার উপর রেগে আগুন ভিকির মা, সকলের সামনে যা বললেন...
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Vicky Jain-Ankita Lokhande: জুতো ছোড়ার বিষয়টি ভাল ভাবে নেননি ভিকির মা। বিগ বস ১৭-র আসন্ন পর্বের ঝলক মুক্তি পেয়েছে। সেখানে এই বিষয়ে অঙ্কিতাকে এক প্রকার বকাবকি করতে দেখা যায় তাঁকে।
advertisement
1/5

বিগ বস-এর বাড়িতে তাঁদের মনোমালিন্য লেগেই আছে। বিরক্ত হয়ে একদিন স্বামী ভিকি জৈনের দিকে জুতো ছুড়ে মেরেছিলেন অঙ্কিতা লোখন্ডে। তাঁর এই আচরণ নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল দর্শকমহলে।
advertisement
2/5
জুতো ছোড়ার বিষয়টি ভাল ভাবে নেননি ভিকির মা। বিগ বস ১৭-র আসন্ন পর্বের ঝলক মুক্তি পেয়েছে। সেখানে এই বিষয়ে অঙ্কিতাকে এক প্রকার বকাবকি করতে দেখা যায় তাঁকে।
advertisement
3/5
তারকা-দম্পতির উদ্দেশ্যে ভিকির মা বলেন, "বাড়িত তোমরা কোনও দিন তোমরা ঝগড়া করোনি। কিন্তু এখানে অঙ্কিতা ওকে লাথি মারছে, জুতো ছুড়ে মারছে।"
advertisement
4/5
শাশুড়িকে আশ্বস্ত করে অঙ্কিতা বলেন, "আমি আছি তো। ওকে (ভিকি) সামলে নেব।" কিন্তু অঙ্কিতার কথায় যেন তিনি নিশ্চিন্ত হতে পারেন না। খানিক রেগেই বলে ওঠেন, "সামলাতে পারছ না।"
advertisement
5/5
অঙ্কিতার শাশুড়ির এমন আচরণ ভাল ভাবে নেয়নি নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ভিকির দোষও এড়িয়ে যাওয়া উচিত নয় তাঁর মায়ের।