Varun Dhawan-Natasha Dalal : ঘটা করে সাধ খেলেন নতাশা! কবে জন্ম নেবে জুনিয়ার বরুণ? অধীর আগ্রহে অনুরাগীরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Varun Dhawan-Natasha Dalal : ২১ এপ্রিল সাধ খেলেন নাতাশা দালাল। সাড়ম্বরে আয়োজিত হয়েছিল বেবি শাওয়ার। ছিলেন বলিপাড়ার অনেকেই। সেই অনুষ্ঠানের ছবি আর ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।
advertisement
1/6

শীঘ্রই সন্তানের জন্ম দেবেন বরুণ ধওয়ান এবং নাতাশা দালাল। ১৮ ফেব্রুয়ারি অভিনেতা বরুণ ধাওয়ানই সুখবর দেন। একটা সাদা কালো ছবি পোস্ট করেন বরুণ। যেখানে তাঁকে স্ত্রী নাতাশার বেবি বাম্পে চুম্বন করতে দেখা যায়।
advertisement
2/6
২১ এপ্রিল সাধ খেলেন নাতাশা দালাল। সাড়ম্বরে আয়োজিত হয়েছিল বেবি শাওয়ার। ছিলেন বলিপাড়ার অনেকেই। সেই অনুষ্ঠানের ছবি আর ভিডিয়ো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।
advertisement
3/6
মীরা রাজপুত নিজের ইনস্টাগ্রামে নাতাশার বেবি শাওয়ারের কাস্টমাইজড কেকের ছবি শেয়ার করেছেন। কেকে বসানো ছিল সাদা টেডি বিয়ার। যার উপরে লেখা বরুণ নতাশার নাম।
advertisement
4/6
পাপারাৎজিদের জন্যও বরুণ-নাতাশার তরফে দেওয়া হয় বিশেষ কিছু উপহার। গোলাপি ব্যাগে প্যাক করা হয়েছিল সেগুলি।
advertisement
5/6
করোনা আবহে খুব সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছেন এই জুটি। করণ জোহর, শশাঙ্ক খৈতান, মণীশ মালহোত্রার মতো বলিউড সেলেবরা হাজির ছিলেন এই বিয়েতে। তবে সামনাসামনি না হলেও বিয়ের দিন ভার্চুয়ালি বরুণ-নাতাশাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় গোটা বলিউড। বিবাহিতদের ক্লাবে বরুণকে স্বাগত জানান দীপিকা, রণবীর, অনুষ্কারা।
advertisement
6/6
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে এসেছিলেন বরুণ। নিজের অনন্য স্টাইলের মাধ্যমে রুপোলি পর্দাকে রীতিমতো শাসন করেছেন অভিনেতা। প্রথম ছবিই তাঁকে এনে দিয়েছিল জনপ্রিয়তা। আজও বক্স অফিসে তাঁর ছবির ফলাফল ভালই হয়। তাঁর ছবি ফ্লপ, এটা খুব একটা শোনা যায় না।