TRENDING:

Varun Dhawan-Natasha Dalal: বি-টাউনে খুশির খবর, নতুন সদস্য আসছে বরুণ-নাতাশার পরিবারে? জল্পনা উসকে দিল ছবি

Last Updated:
Varun Dhawan-Natasha Dalal:যদিও এই গুঞ্জন খুব একটা নতুন নয়৷ এর আগেও এই বিষয়টি ছড়িয়ে পড়েছিল৷
advertisement
1/5
বি-টাউনে খুশির খবর, নতুন সদস্য আসছে বরুণ-নাতাশার পরিবারে? জল্পনা উসকে দিল ছবি
অভিনেতা বরুণ ধাওয়ান ও ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে? একটি ক্লিনিকের বাইরে পাপারাৎজিদের ক্যামেরার ধরা দম্পতির ছবি দেখে তেমনই অনুমান করছে বি-টাউন৷
advertisement
2/5
সম্ভবত বরুণ-নাতাশার প্রথম সন্তান আসতে চলেছে শীঘ্রই৷ যদিও বরুণ বা নাতাশা, কারওর তরফ থেকে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি৷ বরং তাঁরা এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন৷ তাতে অবশ্য দমে যাচ্ছেন না ফ্যানেরা, তাঁরা অপেক্ষা করছেন সুখবরের৷
advertisement
3/5
যদিও এই গুঞ্জন খুব একটা নতুন নয়৷ এর আগেও এই বিষয়টি ছড়িয়ে পড়েছিল৷ বিগ বস-১৬ এর বাড়িতে বরুণ ও কৃতি শ্যানন এসেছিলেন তাঁদের ছবি ‘ভেড়িয়া’-র প্রচারে৷ সেখানে সলমন খান একটি জল্পনা উসকে দেওয়া প্রশ্ন করেন৷
advertisement
4/5
সলমন সরাসরি বরুণকে জিজ্ঞাসা করেন, পিতৃত্ব বিষয়ে তিনি কী ভাবছেন৷ তার পর ওই বাড়িতে একটি খেলার মধ্যে একটি খেলনা তুলে সেটি বরুণকে দিয়ে সলমন বলেছিলেন, ‘নিন, এটি আপনার সন্তানের জন্য৷’
advertisement
5/5
আলিবাগে বরুণ ধাওয়ান ও নাতাশা দালালেল বিষয়ে একেবারে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়৷ ২০২১ সালের জানুয়ারি মাসের তাঁদের বিয়ে হয়েছিল৷ ক্লাস সিক্সে পড়ার সময় থেকে একে অকে অপরকে চিনতেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Varun Dhawan-Natasha Dalal: বি-টাউনে খুশির খবর, নতুন সদস্য আসছে বরুণ-নাতাশার পরিবারে? জল্পনা উসকে দিল ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল