TRENDING:

Varanasi Junction: বারাণসীর রোমাঞ্চ কলকাতায়! রক্তরহস্যের প্রতি বাঁকে শিহরণ জাগাল ‘বারাণসী জংশন’-এর গ্র্যান্ড প্রিমিয়ার

Last Updated:
Varanasi Junction Web Series Grand Premiere: ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'বারাণসী জংশন'।
advertisement
1/8
বারাণসীর রোমাঞ্চ কলকাতায়! রক্তরহস্যের প্রতি বাঁকে শিহরণ জাগাল এই ওয়েব সিরিজ
ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'বারাণসী জংশন'। নির্মাতাদের দাবি, এই সিরিজের পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা ও রহস্য রোমাঞ্চ যা স্বাভাবিকভাবে দর্শকদের মন জয় করে নেবে।
advertisement
2/8
রহস্য রোমাঞ্চ যাঁরা ভালবাসেন তাঁদের মন ছুঁয়ে যাবে এই ওয়েব সিরিজ, এমনটাই দাবি করেছেন নির্মাতারা।
advertisement
3/8
এই ওয়েব সিরিজে ভারতের অন্যতম প্রাচীন শহর বারাণসীকে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে দাবি নির্মাতাদের।
advertisement
4/8
শান্ত বেনারসের এমন রক্তাক্ত আবহ নিয়ে সদ্য মুক্তি পেয়েছে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘KLiKK’-এর ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন’। কাশীতে একটি মৃত্যুর ঘটনাকে বেশ খানিকটা এই ওয়েব সিরিজে অবলম্বন করা হয়েছে বলে দাবি। সম্প্রতি শহরের একটি পেক্ষাগৃহে হয়ে গেল বারাণসী জংশনের গ্র্যান্ড প্রিমিয়ার ৷
advertisement
5/8
কাহিনির একেবারে শুরুতেই নিখোঁজ হয়ে যান এক ইউটিউব ব্লগার। সেই যুবকের খোঁজ করতে বেরিয়েই ভয়ানক নানা বিপদের মুখে পড়েন এক মহিলা সাংবাদিক। স্বেচ্ছা অনুসন্ধানের সেই সূত্র ধরেই অন্ধকার জগতে পা রাখেন তিনি। আর বুঝতে পারেন প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু তিনিই। চেনা শহর অচেনা হয়ে যেতে শুরু করে ক্রমশ। ধর্মের আলো নিভে যায় অধর্মের অন্ধকারে। ভরসার সব দরজা একে একে বন্ধ হতে থাকে।
advertisement
6/8
শেষ পর্যন্ত কি ওই সাংবাদিক বেরোতে পারবেন এই পাপ চক্রান্ত থেকে! অন্ধকার কেটে কি আলো দেখা যাবে। সেসব প্রশ্নেরই উত্তর মিলবে KLiKK-এর পরবর্তী ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন’-এ।
advertisement
7/8
এই সিরিজের সব থেকে বড় আকর্ষণ হল এর শ্যুটিং পদ্ধতি ও মাধ্যম। বেনারসের অলিতে গলিতে ঘুরে শ্যুট করা এই ওয়েব সিরিজের প্রতিটি দৃশ্য গৃহীত হয়েছে মোবাইল ফোনের ক্যামেরায়।
advertisement
8/8
অমৃতা চট্টোপাধ্যায়, জিৎসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধীষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনীত ‘বারাণসী জংশন’ না দেখলেই নয় ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Varanasi Junction: বারাণসীর রোমাঞ্চ কলকাতায়! রক্তরহস্যের প্রতি বাঁকে শিহরণ জাগাল ‘বারাণসী জংশন’-এর গ্র্যান্ড প্রিমিয়ার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল