TRENDING:

Ahona Dutta Proposal Day: ভাল লাগে কাউকে, ফ্লার্ট অন্যদিকে... এসব করিনি আমি আর দীপঙ্কর! প্রপোজ ডে-তে অহনার প্রেমকাহিনি

Last Updated:
Ahona Dutta Proposal Day: ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই। ২০ বছরের অহনা নিজের মায়ের সঙ্গে এক ছাদের তলায় আর থাকতে পারেন না।
advertisement
1/10
ভাল লাগে কাউকে, ফ্লার্ট অন্যদিকে... এসব করিনি আমি আর দীপঙ্কর: প্রপোজ ডে-তে অহনা
আন্তর্জাতিক প্রেম দিবস এবং বাঙালির প্রেম দিবস অর্থাৎ সরস্বতী পুজো। এ বছর যেন প্রেমের জোয়ার লাগতে চলেছে এই রাজ্যে। দুই উপলক্ষে চারদিকে ভালবাসার বার্তা। তার উপরে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভালবাসার সপ্তাহ। আজ প্রোপোজ ডে।
advertisement
2/10
আর প্রেম প্রস্তাবের দিনে টেলিভিশনের নায়িকা অহনা দত্ত তাঁর প্রেমপিরীতির গোড়ার দিকের গল্প বলেন নিউজ18 বাংলাকে। কীভাবে একে অপরকে প্রেম প্রস্তাব দেন অহনা এবং তাঁর প্রেমিক দীপঙ্কর?
advertisement
3/10
অহনা এই নিয়ে দ্বিতীয় বছর সরস্বতী পুজোর আয়োজন করেছেন নিজের বাড়িতে। পুজোর সমস্ত আয়োজন অহনা এবং দীপঙ্করের। কিন্তু ভালবাসার এই উপলক্ষেও তাঁর মা দূরেই রয়েছেন। এখনও যোগাযোগ হয়নি।
advertisement
4/10
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা এবং তাঁর মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হয় এই প্রেমের কারণেই। ২০ বছরের অহনা নিজের মায়ের সঙ্গে এক ছাদের তলায় আর থাকতে পারেন না। মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গেই এখন ঘর তাঁর।
advertisement
5/10
আর সেই প্রেমের শুরুর কথা নিয়েই অহনা বললেন, ‘‘প্রোপোজাল এলে সেটা ঘোরানো প্যাঁচানো না হয়ে যেন সোজাসাপ্টা হয়। হয় সাদা, নয় কালো, ধূসর যেন না হয়। আর আমাদের দু’জনের ক্ষেত্রে সেটাই হয়েছিল।’’
advertisement
6/10
‘‘আসতে হয় তো জীবনে এসো। আর নয়তো যেতে চাইলে আমি আটকাব না। এরকম একটা মনোভাব নিয়ে সহজে কথা বলা উচিত। তবে আমাদের ভাললাগা কবে থেকে শুরু হয়েছিল, সেটা অত মনে নেই।’’
advertisement
7/10
‘‘মানুষ হিসেবে তো সবসময়ই ভাল লাগত ওকে। মজার, চার্মিং, সবই আকর্ষণীয়। আর একটা মানুষ কেমন, তাকে দেখেই আমি খানিকটা বুঝতে পারি। দীপঙ্করকেও তাই আমার ভাল লেগে গিয়েছিল।’’
advertisement
8/10
‘‘আমাদের মধ্যে কোনওদিন ন্যাকামো ছিল না। আমি তোমায় ভালবাসি, তুমি আমায় ভালবাসি, সম্পর্কে থাকতে চাই। ব্যাস, এভাবেই সবের শুরু। সহজ সরল প্রোপোজাল।’’
advertisement
9/10
‘‘আমাদের মধ্যে সিচুয়েশনশিপ ছিল না, অথবা একজনকে ভাল লাগে আর অন্যজনের সঙ্গে ফ্লার্ট, এসবও করিনি কেউ। সহজ প্রেমের গল্প আমাদের।’’
advertisement
10/10
তবে আলাদা করে ভালবাসার সপ্তাহকে গুরুত্ব দিতে চান না অহনা। প্রত্যেকটা দিনই তাঁদের জন্য প্রেমের। আর বিয়ের প্রোপোজাল? সেটা কবে আসছে? অহনা হেসে লজ্জা পেয়ে বললেন, ‘‘বিয়ের প্রোপোজালটা এখনও বুঝতে পারছি না।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ahona Dutta Proposal Day: ভাল লাগে কাউকে, ফ্লার্ট অন্যদিকে... এসব করিনি আমি আর দীপঙ্কর! প্রপোজ ডে-তে অহনার প্রেমকাহিনি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল