Teddy Day 2024: ম্যায়নে পেয়ার কিয়া হোক বা স্ত্রী! বলিউডও ভেসেছে টেডি-র প্রেমে! প্রেম নিবেদনে সে-ই যেন ভরসা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Teddy Day 2024: ভ্যালেন্টাইনস সপ্তাহে টেডি ডেও হল একটি গুরুত্বপূর্ণ। মনে করা হয় টেডি বিয়ার হল ভালবাসা ও স্নেহের প্রতীক। আর একটা সম্পর্ক ভালবাসার সম্পর্ক স্নেহ ছাড়া অসম্পূর্ণ। তবে জানলে অবাক হবেন বছরের পর বছর ধরে হিন্দি সিনেমাতেও এই টেডিকে দেখানো হয়েছে, ভালবাসা ও স্নেহের প্রতীক হিসেবে। আজ জেনে নিন বলিউডের এমনই কিছু সিনেমার কথা যেখানে টেডি বিয়ারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
advertisement
1/6

ভ্যালেন্টাইনস সপ্তাহে টেডি ডেও হল একটি গুরুত্বপূর্ণ। মনে করা হয় টেডি বিয়ার হল ভালবাসা ও স্নেহের প্রতীক। আর একটা সম্পর্ক ভালবাসার সম্পর্ক স্নেহ ছাড়া অসম্পূর্ণ। তবে জানলে অবাক হবেন বছরের পর বছর ধরে হিন্দি সিনেমাতেও এই টেডিকে দেখানো হয়েছে, ভালবাসা ও স্নেহের প্রতীক হিসেবে। আজ জেনে নিন বলিউডের এমনই কিছু সিনেমার কথা যেখানে টেডি বিয়ারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
advertisement
2/6
ম্যায়নে পেয়ার কিয়াতে ভাগ্যশ্রীর টেডি বিয়ারটি ছিল বলিউডের প্রথম জনপ্রিয় টেডি বিয়ার। এটিকে স্নেহ ও ভালবাসার প্রতীক হিসাবে দেখানো হয়েছিল সিনেমায়।
advertisement
3/6
'লাভ স্টোরি 2050' তে 'বু' নামের একটি রোবোটিক টেডি বিয়ারকে দেখানো হয়েছিল। ছবিটিতে এটি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গী ছিল। কিন্তু সিনেমাটি বানিজ্যিক ভাবে সাফল্য লাভ করেনি। কিন্তু 'বু' খুব জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
4/6
সনম তেরি কসম ছবিটি নায়িকা মাওরা হাউকেন টেডি বিয়ার সেজে সকলকে আনন্দ দিত। হর্ষবর্ধন রানের সঙ্গে ছবিতে তাঁর টেডি বিয়ারের পোশাক পড়া দৃশ্যটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
5/6
২০১৮ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা সালে স্ত্রীতে শ্রদ্ধা কাপুরের জন্য রাজকুমার রাও একটি বিশাল টেডি বিয়ার জিতেছিল।
advertisement
6/6
অন্যদিকে, ডার্লিংসে বিজয় ভার্মা যে চরিত্রটি তাঁর স্ত্রীকে একটি সুন্দর, গোলাপী টেডি বিয়ার উপহার দিয়েছিল। তার স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।