TRENDING:

Tollywood Couples: দূরত্ব বা বিতর্ক, কিছুতেই আটকায়নি প্রেম! টলিপাড়ার যে জুটিরা ভালবাসার পাঠ পড়ায়

Last Updated:
Tollywood Couples: ভালবাসার দিন। ভালবাসাকে উদযাপন করার দিন। রূপকথার প্রেম নিয়ে তো সারা বছরই চর্চা হয়। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক টালিপাড়ার কয়েকটি প্রেমের আখ্যান।
advertisement
1/6
দূরত্ব বা বিতর্ক, কিছুতেই আটকায়নি প্রেম! টলিপাড়ার যে জুটিরা ভালবাসার পাঠ পড়ায়
কৌশিক গঙ্গোপাধ্যায়-চূর্ণী গঙ্গোপাধ্য়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পথচলা শুরু। দিন কয়েক আগে ৩০তম বিবাহবার্ষিকী পালন করলেন তাঁরা। কাজ থেকে সংসার, জীবনের প্রতিটি অধ্য়ায়ে একসঙ্গে দু'জন।
advertisement
2/6
গৌরব চট্টোপাধ্য়ায়-দেবলীনা কুমার তাঁদের কাছে ১২ মাসই যেন প্রেমের মরশুম। প্রেম নিয়ে রাখঢাক ছিল না কখনওই। ২০২০ সালে ধুমধাম করে বিয়ে করেন গৌরব-দেবলীনা। ব্যস্ত রুটিনের ফাঁকেই ব্যাগপত্তর গুছিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন তাঁরা।
advertisement
3/6
নীল ভট্টাচার্য-তৃণা সাহা দিন কয়েক আগেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল হয়েছিল চারদিক। তবে সে সব 'গুঞ্জন' নস্যাৎ করে দিয়েছেন তাঁরা। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০২১ সালে বিয়ে করেন নীল-তৃণা। আপাতত দু'জনে মিলে একসঙ্গে সামলাচ্ছেন কাজ আর সংসার।
advertisement
4/6
দেব-রুক্মিণী তাঁদের প্রেম যেন রূপকথা। দু'জনের পর্দার রসায়নের মতোই সুন্দর তাঁদের বাস্তবের সম্পর্ক। আপাতত দেব-রুক্মিণীকে ছাদনাতলায় দেখার অপেক্ষায় অনুরাগীরা।
advertisement
5/6
অঙ্কুশ-ঐন্দ্রিলা প্রেমের বয়স এক দশকের কিছু বেশি। জীবনের সব ওঠাপড়ায় একে অপরকে পাশে পেয়েছেন তাঁরা। অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের রং চিরকালই অমলিন।
advertisement
6/6
রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রেম থেকে বিয়ে, তাঁদের জীবনের প্রত্যেকটা ধাপই ছিল স্বপ্নের মতো। আপাতত সংসার আর কাজ নিয়ে ব্যস্ত দু'জনেই। তারই ফাঁকে নিজেদের মতো করে সময় কাটান তাঁরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood Couples: দূরত্ব বা বিতর্ক, কিছুতেই আটকায়নি প্রেম! টলিপাড়ার যে জুটিরা ভালবাসার পাঠ পড়ায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল