TRENDING:

Valentine Week: রোজ ডে-তে বলিউডের ৭ গান, ভালবাসার সুগন্ধ ছড়িয়ে দেবে প্রেমের সম্পর্কে

Last Updated:
Valentine Week: ভ্যালেন্টাইন সপ্তাহের সূচনা হল আজ রোজ ডে দিয়ে। গোলাপ, প্রেম এবং রোম্যান্সের প্রতীক। গোলাপ নিয়ে বহু গান রচনা করেছেন বলিউডের গীতিকাররা।
advertisement
1/9
রোজ ডে-তে বলিউডের ৭ গান, ভালবাসার সুগন্ধ ছড়িয়ে দেবে প্রেমের সম্পর্কে
ভ্যালেন্টাইন সপ্তাহের সূচনা হল আজ রোজ ডে দিয়ে। গোলাপ, প্রেম এবং রোম্যান্সের প্রতীক। গোলাপ নিয়ে বহু গান রচনা করেছেন বলিউডের গীতিকাররা।
advertisement
2/9
যারা রোজ ডে-তে রোম‍্যান্টিক গান খুঁজছেন তাঁদের জন‍্য এই তালিকা। এই বছর আপনার ভালবাসের মানুষ কে উত্সর্গ করতে পারেন এর মধ‍্যে যে কোনও একটি গান।
advertisement
3/9
গুলাবি আঁখেন (দ্যা ট্রেন, ১৯৭০)জনপ্রিয় রোম‍্যান্টিক ক্লাসিকগুলির মধ্যে একটি। মোহম্মদ রফির কণ্ঠে এই গান সব বয়সের পচ্ছন্দের।
advertisement
4/9
হাতও মে কিতাব, বালোঁ মে গুলাব (সংসার, ১৯৭১)কিশোর কুমারের গাওয়া রোম‍্যান্টিক গানটি নবীন নিশ্চল এবং অনুপমা চোপড়ার উপর চিত্রিত হয়েছিল।
advertisement
5/9
তেরা চেহরা মুঝে গুলাব লাগে (আপস কি বাত, ১৯৮১)কিশোর কুমারের গাওয়া এই রোমান্টিক গানটিতে ‘আপস কি বাত’ ছবিতে ব‍্যবহৃত হয়ছিল।
advertisement
6/9
গুলাব জিসম কা (আঞ্জুমান, 1986)গুলাব জিসম কা চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী শাবানা আজমির গাওয়া তিনটি গানের একটি গান এটি।
advertisement
7/9
ফুল গুলাব কা (বিবি হো তো এমনি, ১৯৮৮)অনুরাধা পডওয়াল এবং মোহাম্মদ আজিজের কণ্ঠে এই রোম্যান্টিক গান।
advertisement
8/9
গুলাবি (শুদ্ধ দেশি রোমান্স, ২০১৩)এই রোমান্টিক কমেডি সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান এটি। গুলাবিতে সুশান্ত সিং রাজপুত ও বাণী কাপুরকে জয়পুরের মনোরম লোকেলে রোম্যান্স করছেন।
advertisement
9/9
গুলাবো (শানদার, ২০১৫)শাহিদ কাপুর এবং আলিয়া ভাট অনস্ক্রিনে এই গানের সঙ্গে পা মেলায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Valentine Week: রোজ ডে-তে বলিউডের ৭ গান, ভালবাসার সুগন্ধ ছড়িয়ে দেবে প্রেমের সম্পর্কে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল