ফিনফিনে পোশাকে উন্মুক্ত থাই, সুগভীর বিভাজিকা... 'নগ্নতা', 'লিপলক' বিতর্কের বাণী কাঁপাচ্ছে নেটপাড়া
- Published by:Rukmini Mazumder
Last Updated:
একটি বিজ্ঞাপণী ছবিতে সিনেমা হলে দর্শকদের ডু’জ অ্যান্ড ডোন্ট’স-এর কথা তুলে ধরা হয়েছিল, সেই শুটিংয়ের প্রয়োজনেই নাকি তিনি ও রণবীর সিং নগ্ন হয়েছিলেন।
advertisement
1/8

কালো ফিনফিনে পোশাকে উন্মুক্ত উরু, সুগভীর বিভাজিকা...শীতে নেটদুনিয়ার পারদ চড়ালেন বাণী কাপুর
advertisement
2/8
বলিউডে বাণী কাপুরের ডেবিউ হয়েছিল ২০১৩ সালে। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তাঁর অভিনয়ে প্রশংশিত হয়েছিল। প্রথম ছবিতেই পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
advertisement
3/8
রণবীর সিংয়ের বিপরীতে ‘বেফিকরে’তেই বোঝা গিয়েছিল বাণী কতটা ভাল নাচ যানেন! আজও দর্শক ভোলেনি ‘নশে সি চড় গই ওয়ে’র জাদু
advertisement
4/8
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ট্যুরিজম স্টাডিজে পড়াশোনা করেন বাণী।
advertisement
5/8
বাণী পাঁচতারা হোটেলে ইন্টার্নও ছিলেন। পরবর্তীতে নামী হোটেলে কাজ করেছেন ম্যানেজমেন্ট বিভাগে
advertisement
6/8
বহু বিজ্ঞাপনী ছবিতে দেখা গিয়েছে তাঁকে। স্পেশালস@১০ নামের টেলিভিশন মিনি সিরিজে অনুরাগ কাশ্যপের পরিচালনায় কাজও করেন বাণী
advertisement
7/8
‘বেফিকরে’ ছবির পোস্টারে রণবীর সিংহের সঙ্গে লিপলকের দৃশ্যের জন্য সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে।
advertisement
8/8
একটি বিজ্ঞাপণী ছবিতে সিনেমা হলে দর্শকদের ডু’জ অ্যান্ড ডোন্ট’স-এর কথা তুলে ধরা হয়েছিল, সেই শুটিংয়ের প্রয়োজনেই নাকি তিনি ও রণবীর সিং নগ্ন হয়েছিলেন।