Vaani Kapoor: 'শামসেরা' মুখ থুবরে পড়লেও কালো লহেঙ্গায় মাথা তুলে দাঁড়ালেন নায়িকা বাণী, রইল ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
তাঁর সাম্প্রতিকতম ছবি 'শামসেরা'-তে তাঁকে যথেষ্ট ব্যবহার করা হয়নি বলে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর অনুরাগীরা। অনেকের বক্তব্য, এই ছবিতে তাঁকে জড়বস্তুর মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে।
advertisement
1/10

বাণী কপূর। হিট নায়িকা বললে হয়তো অত্যুক্তি করা হবে। কারণ সুপারহিট তাঁর খুব বেশি ছবি বক্স অফিসে ছাপ রাখতে পারেনি। কিন্তু তাঁর অভিনয় এবং নাচের দক্ষতা বরাবরই প্রশংসিত। সঙ্গে তাঁর মোহময়ী রূপ, আবেদনময়ী সোজগোজ, চর্চায় সর্বদা।
advertisement
2/10
তাঁর নতুন ফোটোশ্যুটে উত্তাল নেটপাড়া। দেশি সাজে মন মাতালেন 'শামসেরা'-র নায়িকা। কালো লহেঙ্গা, কালো চোলি। চুল বাঁধা আলুথালু ভাবে। হাতে সোনালি ব্রেসলেট। কানে সোনালি দুল।
advertisement
3/10
নায়িকাকে বেশির ভাগ সময় পাশ্চাত্য সাজে দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু ভারতীয় পোশাকেও তিনি তেমনই আবেদনময়ী। আরও কয়েকটি তেমনই সাজের ছবি দেখে নেওয়া যাক।
advertisement
4/10
কালো রঙে তাঁর রূপ যেন আরও ফেটে পড়ে। তাঁর রূপে বারবার মোহিত হয়েছেন নারী পুরুষ নির্বিশেষ।
advertisement
5/10
পালকে ভরা কালো শাড়িতে মোহময়ী বাণী। একাধিক নায়কের সঙ্গে তাঁর গুঞ্জনও রটেছে বারবার। তা সে রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠ ফোটোশ্যুটই হোক, রীতেশ দেশমুখের সঙ্গে অনুষ্ঠানে বাক্যালাপই হোক, বা রণবীর সিংয়ের সঙ্গে ছবির দৃশ্যে ঘনঘন চুমু খাওয়াই হোক।
advertisement
6/10
সাদা শাড়ি পরলেও তাঁর থেকে চোখ ফেরানো দায়। প্রথম বার ২০১৩ সালে 'শুদ্ধ দেশি রোম্যান্স'-এ তাঁর অভিনয় দেখার পরেই তাঁর জনপ্রিয়তা বেড়ে যায়।
advertisement
7/10
সে ছবির জন্য তিনি সেরা ডেবিউ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। এর পর এক এক করে ছবির সুযোগ এসেছে তাঁর কাছে। হিন্দিতে 'বেফিকরে', 'ওয়ার', 'বেল বটম', 'চণ্ডীগড় করে আশিকী', 'শামসেরা'। দক্ষিণী ছবি 'আহা কল্যাণম'। হিন্দি ছবি 'ব্যান্ড বাজা বারাত'-এর রিমেক এই তামিল ছবিটি।
advertisement
8/10
নিজের শরীরের আকার আকৃতির প্রতি যত্নবান এবং সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তিনি মাছ, মাংস, ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন। তিনি এখন নিরামিষাশী হয়ে গিয়েছেন। ইংরেজিতে যাকে বলে 'ভেগান'।
advertisement
9/10
তাঁর সাম্প্রতিকতম ছবি 'শামসেরা'-তে তাঁকে যথার্থ ভাবে ব্যবহার করা হয়নি বলে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর অনুরাগীরা। অনেকের বক্তব্য, এই ছবিতে তাঁকে জড়বস্তুর মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে।
advertisement
10/10
এখন কেবল তাঁর পরবর্তী ছবির অপেক্ষা। যেখানে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তিনি যেখানে নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করার যথেষ্ট অবকাশ পাবেন।